আইপ্যাক ফাইল বিতর্কে রাজপথে তৃণমূল, কুণাল জানালেন BJP-র ঝুঁকি

Kunal Ghosh Reacts as TMC Protests ED Action at I-PAC Office
Kunal Ghosh Reacts as TMC Protests ED Action at I-PAC Office

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED RAID) হানা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ছে। এই অভিযানকে কেন্দ্র করে এবার সরাসরি রাস্তায় নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার হাতে পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল দেখা যায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করছে, দেশের গণতন্ত্র বর্তমানে বিপন্নের মুখে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযান চালানো হয়েছে।

এই ঘটনায় মুখ খুলেছেন দলের প্রভাবশালী নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলছি, যদি সত্যিই তদন্তের প্রয়োজন হত, তাহলে এতদিন করেনি কেন? কেন এত সময় অপেক্ষা করা হলো? এখন, যখন নির্বাচনের সময় এসে গেছে, তখনই আচমকাই অভিযান চালানো হচ্ছে।(ED RAID) এটা স্পষ্টভাবে দেখায় যে ইডি, বিজেপি এবং নির্বাচন কমিশন একসাথে পরিকল্পনা করে একই সুরে কথা বলছে।” কুণাল ঘোষ আরও বলেন, “আমাদের প্রচারের জন্য আইপ্যাকের সঙ্গে যে পরামর্শ নেওয়া হয়েছে, সেই সংস্থা এখন হানার শিকার। তাদের রেড করা মানে শুধু আমাদের উপদেষ্টা সংস্থা নয়, আমাদের প্রচারের নানান পরিকল্পনা, তথ্য এবং ব্লু প্রিন্টও সরাসরি বিজেপির হাতে চলে যেতে পারে। এরপর তাঁরা সেই তথ্য ব্যবহার করে নির্বাচনী মাঠকে প্রভাবিত করতে পারে এবং আমাদের প্রচার কার্যক্রমে বাধা দিতে পারে। এমনকি যেসব কর্মী নির্বাচনী প্রচারে সক্রিয় রয়েছেন, তাদেরও লক্ষ্যবস্তু বানানো হতে পারে।” রাজ্য রাজনীতিতে এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তৃণমূল দাবি করছে, এই ধরনের অভিযান শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধী দলের প্রচারণাকে ব্যাহত করার একটি অংশ। কর্মীরা সড়কে নামার সময় ‘গণতন্ত্র রক্ষা করুন’ এবং ‘বিরোধী দলকে হেনস্থা বন্ধ করুন’ শ্লোগান দেন। শহরের বিভিন্ন জায়গায় তাদের মিছিল ও পথ অবরোধে সাধারণ মানুষও বাধার সম্মুখীন হন।

   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন