HomeWest BengalKolkata CityManipur: গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি কুকি জঙ্গিদের, রক্তাক্ত পরিস্থিতি

Manipur: গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি কুকি জঙ্গিদের, রক্তাক্ত পরিস্থিতি

- Advertisement -

নিউজ ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হামলায় রক্তাক্ত উত্তর পূর্বাঞ্চল। কুকি জঙ্গি সংগঠনের ভয়াবহ হামলা মনিপুরে। গ্রামে ঢুকে গুলি চালিয়ে কয়েকজনকে খুন করল জঙ্গিরা। পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ব।অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ খবর জানাচ্ছে সংবাদ সংস্থা ANI

ঘটনাস্থল কাঙ্গোপাকির বি গামনোম গ্রাম। ANI জানাচ্ছে, দু দিন আগে এখানেই দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তারক্ষীরা। তাদের দেহ নিয়ে শোকপালন চলছিল। মঙ্গলবার যখন গ্রামবাসীরা জড়ো হয়েছিলেন, তখন ফের হামলা চালায় কুকি জঙ্গিরা।

   

গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। ANI জানাচ্ছে, গুলিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার ও জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

মনিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কুকি জনগোষ্ঠী ছড়িয়ে। এদের নিজস্ব কিছু চাহিদার কারণে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী কুকি ন্যাশনাল লিবারেশন আর্মি (KNLA) হামলা চালায়। সম্প্রতি তাদের সক্রিয়তা বেড়েছে। মনিপুর রাজ্য পুলিশ কর্তারা ঘটনাস্থল বি গামনোম গ্রামে গিয়েছেন। এলাকা ঘিরে তল্লাশি চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular