Kolkata Rain: আকাশ কালো করে বৃষ্টি নামল শহরে, কমলা সতর্কতা জারি

একদম যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছিল। তবে বুধবার দুপুর হতেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতা (Kolkata Rain) শহরজুড়ে। সেইসঙ্গে বইছে উথাল পাথাল হাওয়া। 

Advertisements

ইতিমধ্যে আজ থেকে আগামী টানা ৫ দিন মতো ঝড়-বৃষ্টির সাক্ষী থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একের পর এক জেলা। সেইসঙ্গে দমকা হাওয়াও বইবে। ইতিমধ্যে কলকাতা শহরে ঝড়-বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

   

২৪ মে’র মধ্যে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। হাওয়া অফিস জানিয়েছে, ২২ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৪ মে সকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে নিম্নচাপে পরিণত হতে পারে। বঙ্গোপসাগর থেকে অনুকূল সিনপটিক পরিস্থিতি এবং শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। 

Advertisements