প্রজাতন্ত্র দিবসে কলকাতায় কড়া নিরাপত্তা, ২৪ তারিখ থেকেই যান নিয়ন্ত্রণ

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের (Kolkata Republic Day) আগে শহর কলকাতায় বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠিত হতে…

bus accident near jadavpur 8b bus stand

কলকাতা: প্রজাতন্ত্র দিবসের (Kolkata Republic Day) আগে শহর কলকাতায় বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের কুচকাওয়াজ। সেই উপলক্ষে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে লালবাজার।

Advertisements

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে রাজ্যে আসন্ন নির্বাচন এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর সংক্রান্ত বিতর্কের আবহে বিশেষভাবে সতর্ক প্রশাসন। রেড রোড চত্বরকে একাধিক নিরাপত্তা জোনে ভাগ করা হচ্ছে। প্রতিটি জোনে ডিসি পদমর্যাদার আধিকারিক ছাড়াও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। বাড়ানো হচ্ছে নাকা চেকিং, সিসিটিভি নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা।

   

লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত হসপিটাল রোড, কুইন্সওয়ে, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, খিদিরপুর রোড, রেড রোড, গোষ্ঠপাল সরণি, আর আর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট ও ওয়েস্টের মধ্যবর্তী দক্ষিণ অংশে যান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে পণ্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বা দাঁড়াতে পারবে না।

২৬ জানুয়ারি উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে। আলিপুর রোড ও বেলভেডিয়ার রোড থেকে আসা গাড়িগুলিকে এ জে সি বোস রোড, স্ট্র্যান্ড রোড এবং গভর্নমেন্ট প্লেস ওয়েস্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোড থেকে আসা যানবাহন যাবে ক্যাথেড্রাল রোড ও জে এল নেহেরু রোড হয়ে।

এছাড়া ২৫ জানুয়ারি রাত ১০টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বা প্যারেড শেষ না হওয়া পর্যন্ত এ জে সি বোস রোড, স্ট্র্যান্ড রোড, সি আর অ্যাভিনিউ এবং জে এল নেহেরু রোডে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে।

প্যারেড চলাকালীন শুধুমাত্র অংশগ্রহণকারীদের গাড়ি কুইন্সওয়ে ও ক্যাথেড্রাল রোডের ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। সাধারণ দর্শকদের জন্য গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে।

রেড রোড সংলগ্ন এলাকায় বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। শহরের প্রতিটি প্রবেশপথে বাড়তি নজরদারি চালানো হবে। যেকোনও ধরনের বিশৃঙ্খলা রুখতে গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে শহরে বেরোনোর আগে অবশ্যই ট্রাফিক নির্দেশিকা দেখে নেওয়ার জন্য এবং বিকল্প রুট ব্যবহার করার জন্য।

Advertisements