HomeWest BengalKolkata Cityভোটের সময় বদলি হলেও এখনও ঘরে ফেরেনি, রাজীব কুমারের দ্বারস্থ পুলিশ পরিবারেরা

ভোটের সময় বদলি হলেও এখনও ঘরে ফেরেনি, রাজীব কুমারের দ্বারস্থ পুলিশ পরিবারেরা

- Advertisement -

গত লোকসভা ভোটের সময় থেকেই অন্যজেলায় বদলি হয়েছিল। কিন্তু ভোট হয়েছে তিন মাস পেরিয়ে গেলেও এখনও এখনও নিজের জেলায় ফিরতে পারেনি পুলিশ কর্মীরা (Kolkata police)। এবার সেই পুলিশ কর্মীদের (Kolkata police) ঘরে ফিরিয়ে আনতে শুক্রবার ভবানীভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের হল পুলিশি পরিবারের সদস্যেরা। কেউ কেউ এসেছেন মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম থেকে। এমনই এক পিতা শিখণ্ডী দাস বলছেন, ‘‘আমার ছেলে কালিয়াচকে এসআই পদে কর্মরত। তাঁকে ভোটের সময় দার্জিলিঙে বদলি করা হল। এদিকে পুত্র বধূ ঘরে একা অন্তসত্ত্বা। আমি হার্টের রোগী। এমন অবস্থায় ছেলেকে এখনও ফেরানো হল না। কি করে সামলামো বুঝে উঠতে পারছি না।”

ওই পুলিশকর্মীদের পরিজনেরা এর পর কথা বলতে আলিপুর থানায় ঢোকেন। ভবানী ভবনের উল্টো দিকেই রয়েছে আলিপুর থানা। সেখান থেকে ওঁদের বলা হয়েছে, সমস্ত অভিযোগ পিটিশন আকারে লিখিত ভাবে জমা করতে। তবে এই বিষয় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এখনই বদলি কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান পুলিশমহল। সুতরাং এই নিয়ে এখনই ভবানী ভবনের তরফে এখনই কোনও আশ্বাস পাওয়া যায়নি। তবে পুলিশ কর্মীদের স্ত্রীয়েরা এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের দ্বারস্থ হতে চেয়েছেন।

   

পুলিশ কর্মীদের স্ত্রীদের দাবি, আমরা এতদূর থেকে এসেছি ডিজি স্যারের সঙ্গে দেখা করেই যাব। স্যরের সঙ্গে দেখা না করে আমরা আজ এখান থেকে যাব না। যত ক্ষণ অপেক্ষা করতে হয়, করব।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular