
কলকাতা: কলকাতায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করল কলকাতা পুলিশ। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এক বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Police)।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানান, প্রধানমন্ত্রীর সফরের সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য যান চলাচল ও পার্কিংয়ে বিশেষ নিয়ন্ত্রণ জারি করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল সীমিত থাকবে। ওই দিনগুলির স্বাভাবিক নিয়মাবলীর পাশাপাশি এই অতিরিক্ত নিয়ন্ত্রণ কার্যকর হবে।
যে রাস্তাগুলি প্রভাবিত হবে সেগুলি হলো— ভিআইপি রোড, উল্টোডাঙা নিউ ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজিসি বসু ফ্লাইওভার, এজিসি বসু রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ ফটকের সংলগ্ন রাস্তা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “প্রয়োজন মনে হলে নির্দিষ্ট সময় ও তারিখে ট্রামসহ সব ধরনের যানবাহন ও ঠেলাগাড়ির চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ করা হবে।” ভারী যানবাহনের জন্য রাজভবনের চারপাশে বিশেষ বিধিনিষেধ জারি থাকবে ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।
এছাড়া, গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবিডি বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তাটি ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী প্রয়োজনে ট্রাফিক পুলিশ মূল এবং সংযোগকারী রাস্তা থেকেও যান চলাচল ঘুরিয়ে দিতে পারবে।










