
কলকাতা: আগামী রবিবার কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা (Kolkata Police Half Marathon Traffic)। এই ম্যারাথন ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় কার্যত বদলে যাবে ট্রাফিক রুট। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রী, সকলেরই আগে থেকে রুট পরিকল্পনা করে বেরোনো প্রয়োজন।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই বিস্তারিত ট্রাফিক অ্যাডভাইজরি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং বহু রাস্তায় আংশিক ও সম্পূর্ণ যান নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।
রবিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীচের রাস্তাগুলিতে কোনও ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না— আর আর অ্যাভিনিউ, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার), খিদিরপুর রোড, এসপ্ল্যানেড, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, মেয়ো রোড এই সময়ের মধ্যে এই রাস্তাগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে।
রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের নিম্নলিখিত রাস্তাগুলিতে যান চলাচল সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রিত থাকবে খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইনস ওয়ে, হসপিটাল রোড, আর আর অ্যাভিনিউ, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, এসপ্ল্যানেড, ঘোড়া পাস, মেয়ো রোড, শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড এই সমস্ত এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
শনিবার রাত ১০টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচলের জন্য।
রেড রোডের দক্ষিণমুখী যানবাহনগুলিকে বিকল্প হিসেবে কিংসওয়ে এবং স্ট্র্যান্ড রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে—
মা ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টগামী গাড়িগুলিকে যেতে হবে সোহরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর রেলব্রিজ এবং পার্ক সার্কাস কানেক্টার হয়ে।
এজেসি বোস রোডের পূর্বমুখী গাড়িগুলিকে ডিএল খান রোড ও এস এন পণ্ডিত ক্রসিং ব্যবহার করতে হবে।
দক্ষিণমুখী যানবাহন যাবে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড ইস্ট ক্রসিং দিয়ে।
এসপ্ল্যানেড এলাকায় যান চলাচল বন্ধ থাকায় হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ও কিংসওয়ে ব্যবহার করতে হবে।
রবিবার ভোর সাড়ে চারটে থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত নীচের রাস্তাগুলিতে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে— খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইনস ওয়ে, আউট্রাম রোড, শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ৷
কলকাতা পুলিশের তরফে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, রবিবার সকালবেলা অপ্রয়োজনে এই এলাকাগুলিতে যাতায়াত এড়িয়ে চলুন। সম্ভব হলে মেট্রো, বাস বা বিকল্প গণপরিবহন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। আগেভাগে রুট ঠিক করে বেরোলে যাত্রীভোগান্তি অনেকটাই কমবে বলে আশাবাদী পুলিশ প্রশাসন।




