HomeWest BengalKolkata Cityকলকাতা পুলিশের ধরপাকড়ে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, গ্রেপ্তার বেশ কয়েকজন

কলকাতা পুলিশের ধরপাকড়ে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত, গ্রেপ্তার বেশ কয়েকজন

- Advertisement -

কালীপূজা উপলক্ষ্যে কলকাতা জুড়ে নিষিদ্ধ বাজি পোড়ানোর বিরুদ্ধে ধরপাকড় চালায় কলকাতা পুলিশ (Kolkata Police Crack Down)। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পুলিশের প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিশেষ অভিযানে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন ধৃতদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ বাজি পোড়ানোর অপরাধে, বাকিরা আটক হয়েছেন শহরের বিভিন্ন অংশে বিশৃঙ্খল আচরণ ও আইন অমান্য করার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, শহর জুড়ে মানুষের নিরাপত্তা এবং শব্দ দূষণ এড়াতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

   

কালীপূজার সময় প্রতি বছরই বাজির কারণে শহরের বিভিন্ন এলাকায় শব্দ ও বায়ু দূষণ ঘটে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে নিষিদ্ধ বাজি পোড়ানোর বিষয়ে পুলিশ আগেই সতর্কবার্তা দিয়েছিল এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল।

কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, “পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এবং সুস্থ ও সুরক্ষিত উৎসব পালনের জন্য এই অভিযান অত্যন্ত জরুরি। আমাদের এই পদক্ষেপে শহরের বেশিরভাগ মানুষ সহযোগিতা করছেন। তবে যাঁরা নিষিদ্ধ বাজি পোড়ানোর মাধ্যমে পরিবেশ এবং আইন লঙ্ঘন করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বাজি সংক্রান্ত অপরাধ রোধে বিভিন্ন থানায় বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান কালীপূজা শেষ হওয়া পর্যন্ত চলবে।

এছাড়া, যারা আইন অমান্য করে বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular