পর পর অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ, কাঁকুরগাছিতে বিধ্বংসী আগুন

কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল পূর্ব কলকাতার কাঁকুড়গাছি এলাকার লোহাপট্টি। গভীর রাতে একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আচমকা বিস্ফোরণ থেকে ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে প্রায় দু’কিলোমিটার দূর থেকেও তা শোনা গিয়েছে বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত আড়াইটের কিছু পরে কাঁকুড়গাছির ১৫০ ঘোষবাগান লেনের ওই অক্সিজেন সিলিন্ডারের গোডাউন থেকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পর একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় গোটা এলাকার। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তখনই তাঁদের চোখে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন।

   

বিপুল সংখ্যক সিলিন্ডারে বিস্ফোরণ

স্থানীয় বাসিন্দাদের দাবি, অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক সিলিন্ডার বিস্ফোরিত হয়। অনুমান করা হচ্ছে, ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে শতাধিক অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়িগুলিতে প্রবল কম্পন অনুভূত হয়। একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। কয়েকটি সিলিন্ডার এত জোরে ছিটকে যায় যে তা কয়েকশো মিটার দূরে গিয়ে পড়ে বলে অভিযোগ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল গোডাউনের পার্শ্ববর্তী এলাকাগুলি। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনের একেবারে লাগোয়া ছিল লোহার সামগ্রীর গোডাউন ও প্লাস্টিকের সামগ্রীর গুদাম। সেখানে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, একটি বিস্ফোরিত সিলিন্ডার উড়ে গিয়ে পাশের একটি সুতোর কারখানায় পড়ে। সেখানেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে দমকল বাহিনী

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। মোট ১৫টি ইঞ্জিন নিয়ে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চলে। দমকলের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও গোটা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট।

এই ভয়াবহ ঘটনার মধ্যেও স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডে। তিনি দমকল ও প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন।

ঠিক কী কারণে গোডাউনে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে দমকল। অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন