কলকাতা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর (Kolkata Metro) যাত্রা কলকাতার মানুষের জীবনে এনেছে এক বড় পরিবর্তন। অফিস টাইমের যানজট থেকে মুক্তি পেতে হাজার হাজার যাত্রী এখন নির্ভর করছেন এই আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় মেট্রো পরিষেবার উপর। তবে এবার সেই পরিষেবাতেই সামান্য পরিবর্তনের ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাস থেকে সপ্তাহের একদিন—শনিবার—গ্রিন লাইনে মেট্রো সংখ্যা কমবে। এতদিন শনিবারে এই রুটে মোট ২২৬টি মেট্রো চলত। কিন্তু ১ নভেম্বর ২০২৫ থেকে ওই দিনে মোট ১৮৬টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ প্রায় ৪০টি মেট্রো পরিষেবা কমানো হচ্ছে শনিবারে।
এছাড়া শনিবারের প্রথম মেট্রোর সময়েও আসছে সামান্য পরিবর্তন। ১ নভেম্বর থেকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৩২ মিনিটে ছাড়বে। অন্যদিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো এবং উভয় দিকের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
এই সিদ্ধান্ত নিয়ে যাত্রী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাধিক চাকরিজীবী মেট্রো ব্যবহারকারীর বক্তব্য, “শনিবারেও সেক্টর ফাইভের অনেক অফিস খোলা থাকে। ফলে ওই দিন মেট্রো কমালে সকালবেলায় যাত্রীদের ভিড় বেড়ে যেতে পারে।” অনেকে আবার মনে করছেন, এই পরিবর্তনের ফলে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে দেরি হতে পারে।
অন্যদিকে, মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের দিনে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। ফলে রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত পরীক্ষা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, “যাত্রীদের অসুবিধা না হয় সে দিকটি বিবেচনায় রেখেই এই সূচি নির্ধারণ করা হয়েছে।”
প্রসঙ্গত, হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুট চালু হওয়ার পর থেকেই কলকাতার অফিসযাত্রীরা বিপুলভাবে উপকৃত হচ্ছেন। মাত্র কয়েক মিনিটে শহরের দুই প্রান্তের সংযোগ স্থাপন করে এই রুট এখন কলকাতার যাত্রীদের অন্যতম জনপ্রিয় পথ।
তবে শনিবার পরিষেবা হ্রাসের ফলে ভবিষ্যতে যাত্রীদের চাহিদা ও মতামত অনুযায়ী আবারও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মেট্রো কর্তৃপক্ষ। আগামী শনিবার, ১ নভেম্বর ২০২৫ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। তাই যাত্রীরা সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করতে পারবেন।



