পুজোর ভিড় সামলাতে মেট্রোর নতুন উদ্যোগ, আসছে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’

Kolkata Metro tourist card

কলকাতা: শহর জুড়ে উৎসবের আমেজ৷ দুর্গাপুজো মানেই কলকাতার রাস্তাঘাট থেকে মেট্রো- সর্বত্র মানুষের ঢল। গত বছর পুজোর ক’দিনে প্রতিদিন গড়ে ৯ লক্ষ যাত্রী সফর করেছিলেন মেট্রো পথে। এ বার সম্প্রসারিত মেট্রো নেটওয়ার্কের কারণে যাত্রীসংখ্যা ১১ থেকে ১২ লক্ষ ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisements

এই বাড়তি চাপ সামলাতে নতুন পরিকল্পনা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, আসন্ন পুজো মরসুমে চালু হবে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’— যা কিনা যাত্রীদের এক নির্দিষ্ট সময়সীমার মধ্যে যতবার খুশি মেট্রোয় ওঠানামার সুযোগ করে দেবে।

   

টুরিস্ট স্মার্ট কার্ডের নিয়ম-কানুন

৩ দিনের কার্ড: মূল্য ২৫০ টাকা

৫ দিনের কার্ড: মূল্য ৫৫০ টাকা

Advertisements

কোথা থেকে স্মার্ট কার্ড করতে হবে? Kolkata Metro tourist card

প্রতিটি মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকেই কেনা যাবে কার্ড৷ সঙ্গে থাকছে ডিজিটাল সুবিধাও। যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন, যেখানে মিলবে ৫% ছাড়। মেট্রো রেলের আশা, এর ফলে টিকিট কাউন্টারের চাপ কমবে এবং যাত্রা আরও স্বচ্ছন্দ হবে।

কর্তৃপক্ষ ইতিমধ্যেই যাত্রীদের পরামর্শ দিয়েছে— ভিড়ের দিনে স্মার্ট কার্ড বা টুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করলে যাতায়াত হবে অনেক সহজ ও ঝামেলামুক্ত।