রবিবার চলবে অতিরিক্ত মেট্রো, ঘোষণা কর্তৃপক্ষের

Kolkata Metro increases Yellow Line frequency and extends operation hours

কলকাতা: রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা আগামী রবিবার, ১২ অক্টোবর। সেই দিন শহর জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছবেন। তাঁদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওইদিন সকাল থেকে ব্লু ও গ্রিন লাইন রুটে বাড়তি মেট্রো চালানো হবে।

Advertisements

সাধারণত প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হয়। কিন্তু ১২ অক্টোবর, রবিবার সকাল ৭টা থেকেই মেট্রো পরিষেবা শুরু হবে। এর ফলে রাজ্য পুলিশ পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ভরসা দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

   

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম রুট):
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বাড়তি পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে। সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। এছাড়াও সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামমুখী আরেকটি মেট্রো ছাড়বে। সাধারণত প্রতি রবিবার ১৩০টি মেট্রো চলে, তবে আগামী রবিবার চালানো হবে আরও ৮টি অতিরিক্ত মেট্রো। শেষ মেট্রোর সময়সূচি আগের মতোই থাকবে।

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ রুট):
এই রুটে সাধারণত প্রতি রবিবার ১০৪টি মেট্রো চলে। কিন্তু ১২ অক্টোবর চলবে মোট ১১২টি মেট্রো। সকাল ৯টার বদলে এবার সকাল ৭টা থেকেই এই রুটে মেট্রো চলবে। সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে এবং সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো মিলবে।

গ্রিন লাইনে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকলেও এবার মেট্রোর ফ্রিকোয়েন্সি আরও কম সময় অন্তর হবে, অর্থাৎ আধঘণ্টার বদলে আরও ঘনঘন মেট্রো পাওয়া যাবে। এতে পরীক্ষার্থী ছাড়াও সাধারণ যাত্রীদেরও বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisements

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওইদিন যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে স্টেশনগুলোতে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। এছাড়া মেট্রো কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আগেই স্মার্ট কার্ড বা টোকেন রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে, যাতে কাউন্টারে ভিড় এড়ানো যায়।

রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষায় এবার বহু সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা কলকাতায় আসবেন। তাই আগেভাগেই পরিবহণ ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের আশা, এই বাড়তি মেট্রো পরিষেবা পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সাহায্য করবে এবং শহরের যানজট অনেকটা কমাবে। ফলে রবিবার শহরের যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলেই মত প্রশাসনের।