মেট্রো বিভ্রাট! টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত স্তব্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

Kolkata Metro Adds Special Blue Line Trains for Mahalaya Rush

কলকাতা: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য বৃহস্পতিবার সকালে ফের ভোগান্তির খবর। টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, যার ফলে যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হয়েছে। সকাল ১০টার দিকে এই পরিস্থিতি লক্ষ করা গিয়েছে। তবে সমস্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

Advertisements

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে, তবে রক্ষণাবেক্ষণের জন্য কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ব্লু লাইনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই স্টেশনে পরিষেবা না থাকার কারণে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে।

   

কলকাতা মেট্রোর ব্লু লাইন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ চালু হওয়ার পর এই লাইনের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়াবাজার, বাঁশদ্রোণী থেকে স্বল্প সময়ে হাওড়া বা শিয়ালদহ পৌঁছানো যায়। কিন্তু শহিদ ক্ষুদিরাম স্টেশনের সমস্যা জটিলতা তৈরি করেছে।

Advertisements

সোমবার থেকেই কিছু মেট্রো ট্রেন শহিদ ক্ষুদিরাম স্টেশনের পরিবর্তে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত ঘুরিয়ে চালানো হচ্ছে। শহিদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেনকে দক্ষিণেশ্বরগামী করার লাইন পরিবর্তন সম্ভব না হওয়ায় একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ছে, যা পরিষেবা ব্যাহত করছে।

তবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জানা যায়, প্রায় আধ ঘণ্টা ধরে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা নেই। মেট্রো কর্তৃপক্ষ এখনো এই বিপর্যয়ের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানায়নি। যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা ও বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।