বড়দিনের বড় সুখবর, বাড়তি সময় ধরে চলবে বেশি মেট্রো, জানুন সময়সূচী

Kolkata Metro Rail
Advertisements

বড়দিনের (Christmas) আনন্দে মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা রাজ্য। আর বড়দিন মানেই বেশিরভাগ শহরবাসীরই গন্তব্য পার্কস্ট্রিট । কারণ বড়দিন ও নতুন বছর উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারেও আলোকমালায় সেজে উঠছে গোটা পার্কস্ট্রিট চত্বর। বড়দিনে রাত ক্রমশ বাড়লেও ভিড় কমেনা পার্কস্ট্রিট চত্বরে।আর যতই রাত বাড়ে ততই কমে আসে যাতায়াতের বিকল্পের সংখ্যা।

Advertisements

আর অনেক রাত হয়ে গেলেও যাতে মানুষের বাড়ি ফিরতে কোন সমস্যা না হয়, তার জন্য ব্যবস্থা নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।বাড়ানো হলো মেট্রো সংখ্যা ।একনজরে দেখে নেওয়া যাক উৎসবের মরশুমে গোটা শহরের মেট্রো চলাচলের চিত্রটা ঠিক কী রকম। 

২৫ ডিসেম্বরে মেট্রোর সময়সূচি:
প্রথম মেট্রো :
সকাল ৭.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
সকাল ৭.৫৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮.০০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
(সবকটিই সকাল ৯.০০ মিনিটের বদলে)

Advertisements

শেষ মেট্রো :
রাত ২২.৩৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (রাত ৯.২৮ মিনিটের বদলে)
রাত ২২.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
(রাত ৯.২৭ মিনিটের বদলে)
রাত ২২.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
(রাত ৯.৪০ মিনিটের বদলে)
রাত ২২.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম (রাত ৯.৪০ মিনিটের বদলে)

Advertisements