HomeWest BengalKolkata City১৫ অগাস্টে কম চলবে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

১৫ অগাস্টে কম চলবে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

- Advertisement -

কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার, ১৫ অগাস্ট, কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায় আসছে বিশেষ পরিবর্তন। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইন, গ্রীন লাইন–১ এবং গ্রীন লাইন–২–এ দৈনিকের তুলনায় কম মেট্রো চলবে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।

ব্লু লাইনের সময়সূচি

   

ব্লু লাইনে এদিন মোট ১৮২টি মেট্রো (৯১ আপ ও ৯১ ডাউন) চলবে, যা দৈনিক ২৬২টি পরিষেবার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
প্রথম মেট্রো ছাড়বে—

সকাল ৬:৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম

সকাল ৬:৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর

সকাল ৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম

সকাল ৬:৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর

শেষ মেট্রো ছাড়বে—

রাত ৯:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে

রাত ৯:৩২ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে

রাত ৯:৪৪ মিনিটে দমদমের উদ্দেশে শহীদ ক্ষুদিরাম থেকে

এছাড়াও থাকবে বিশেষ নাইট মেট্রো—

রাত ১০:৪৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে

রাত ১০:৪০ মিনিটে দমদম থেকে

গ্রীন লাইন–১ এর সময়সূচি

গ্রীন লাইন–১–এ মোট ৯২টি মেট্রো (৪৬ আপ ও ৪৬ ডাউন) চলবে, যা দৈনিক ১০৮টির তুলনায় কিছুটা কম।
প্রথম মেট্রো ছাড়বে—

সকাল ৬:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

সকাল ৬:৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ মেট্রো ছাড়বে—

রাত ৯:৩৫ মিনিটে শিয়ালদহ থেকে

রাত ৯:৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে

গ্রীন লাইন–২ এর সময়সূচি

গ্রীন লাইন–২–এ মোট ১২৪টি মেট্রো (৬২ আপ ও ৬২ ডাউন) চলবে, যা দৈনিক ১৩৪টির তুলনায় কম।
প্রথম মেট্রো ছাড়বে—

সকাল ৬:৩০ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্লানেড থেকে একসঙ্গে

শেষ মেট্রো ছাড়বে—

রাত ৯:৪৫ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্লানেড থেকে একসঙ্গে

স্বাভাবিক থাকবে পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে এদিন কোনও পরিবর্তন করা হবে না। যাত্রীরা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী যাতায়াত করতে পারবেন।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন শহরে বিভিন্ন সরকারি অনুষ্ঠান, প্যারেড ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই নির্দিষ্ট কিছু লাইনে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মেট্রো রেলের সময়সূচি আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের আগেই সময়সূচি দেখে পরিকল্পনা করে বেরোনোর অনুরোধ জানিয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়। বিশেষ করে অফিসগামী ও অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক যাত্রীদের জন্য এই পরিবর্তন মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করা জরুরি। এই বিশেষ সময়সূচি কেবল ১৫ অগাস্টের জন্য প্রযোজ্য হবে। পরের দিন থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular