HomeWest BengalKolkata Cityপুজো কার্নিভালের রাতে চলবে বাড়তি মেট্রো, রইল সময়সূচি

পুজো কার্নিভালের রাতে চলবে বাড়তি মেট্রো, রইল সময়সূচি

- Advertisement -

বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। বিজয়ার পরেও রয়ে গিয়েছে আরও এক আকর্ষণ। রেড রোডে পুজো কার্নিভাল (Durga Puja 2025 Carnival)। আগামী ৫ অক্টোবর, কলকাতার রাজপথে আবার জমে উঠবে উৎসবের আবহ। শহরের নামী-দামি পুজো কমিটিগুলি প্রতিমা-সহ অংশ নেবে এই কার্নিভালে। এরপর হবে বিসর্জনের পালা (Durga Puja Carnival)।

গত কয়েক বছর ধরেই এই পুজো কার্নিভাল রীতিমতো আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণে পরিণত হয়েছে।দেশ-বিদেশের অতিথিদের পাশাপাশি হাজার হাজার মানুষ ভিড় করেন রেড রোডে, সেই কার্নিভালের ঝলক দেখতে। আর এই বিপুল জনসমাগম সামাল দিতে এবার মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করল অতিরিক্ত রাতের পরিষেবা।

   

শুক্রবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন ব্লু ও গ্রিন লাইন চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণ সময়ের শেষ মেট্রোর পরেও প্রতি ২০ মিনিট অন্তর ছয়টি মেট্রো চলবে আপ ও ডাউন, দুই রুটে। এতে করে উৎসবপ্রেমীরা আর রাতের যাতায়াত নিয়ে চিন্তিত হবেন না।

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম ↔ দক্ষিণেশ্বর)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ):
রাত ১০:০৩, ১০:২৩, ১০:৪৩

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাউন):
রাত ৯:৫৩, ১০:১৩, ১০:৩৩

গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ ↔ হাওড়া ময়দান)

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান:
রাত ১০:২০, ১০:৪০, ১১:০০

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ:
রাত ১০:২০, ১০:৪০, ১১:০০

এই বিশেষ পরিষেবার জন্য মেট্রো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা। উৎসবপ্রেমী এবং প্রতিমা দর্শনার্থীদের মতে, এই ব্যবস্থা একদিকে যেমন স্বস্তি দেবে, তেমনই ভিড় এড়াতে সাহায্য করবে। পুজো কার্নিভালের এই বাড়তি রাত্রিকালীন মেট্রো পরিষেবা নিঃসন্দেহে শহরের বুকে উৎসবের আনন্দকে আরও নিরাপদ ও সুষ্ঠু করে তুলবে বলে মনে করছেন বহু মানুষ। এখন শুধু অপেক্ষা রবিবার রাতের, যখন রঙ ও আলো আর সুরে মেতে উঠবে রেড রোড।

Kolkata Metro extra services Blue & Green line on 5 October for Durga Puja 2025 Carnival

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular