পুজো কার্নিভালের রাতে চলবে বাড়তি মেট্রো, রইল সময়সূচি

Kolkata Metro extra services Blue & Green line on 5 October for Durga Puja 2025 Carnival

বাঙালির শ্রেষ্ঠ উৎসব ‘দুর্গাপুজো’ শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। বিজয়ার পরেও রয়ে গিয়েছে আরও এক আকর্ষণ। রেড রোডে পুজো কার্নিভাল (Durga Puja 2025 Carnival)। আগামী ৫ অক্টোবর, কলকাতার রাজপথে আবার জমে উঠবে উৎসবের আবহ। শহরের নামী-দামি পুজো কমিটিগুলি প্রতিমা-সহ অংশ নেবে এই কার্নিভালে। এরপর হবে বিসর্জনের পালা (Durga Puja Carnival)।

গত কয়েক বছর ধরেই এই পুজো কার্নিভাল রীতিমতো আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণে পরিণত হয়েছে।দেশ-বিদেশের অতিথিদের পাশাপাশি হাজার হাজার মানুষ ভিড় করেন রেড রোডে, সেই কার্নিভালের ঝলক দেখতে। আর এই বিপুল জনসমাগম সামাল দিতে এবার মেট্রো রেল কর্তৃপক্ষ ঘোষণা করল অতিরিক্ত রাতের পরিষেবা।

   

শুক্রবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন ব্লু ও গ্রিন লাইন চলবে অতিরিক্ত মেট্রো। সাধারণ সময়ের শেষ মেট্রোর পরেও প্রতি ২০ মিনিট অন্তর ছয়টি মেট্রো চলবে আপ ও ডাউন, দুই রুটে। এতে করে উৎসবপ্রেমীরা আর রাতের যাতায়াত নিয়ে চিন্তিত হবেন না।

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম ↔ দক্ষিণেশ্বর)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ):
রাত ১০:০৩, ১০:২৩, ১০:৪৩

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাউন):
রাত ৯:৫৩, ১০:১৩, ১০:৩৩

গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ ↔ হাওড়া ময়দান)

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান:
রাত ১০:২০, ১০:৪০, ১১:০০

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ:
রাত ১০:২০, ১০:৪০, ১১:০০

এই বিশেষ পরিষেবার জন্য মেট্রো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন যাত্রীরা। উৎসবপ্রেমী এবং প্রতিমা দর্শনার্থীদের মতে, এই ব্যবস্থা একদিকে যেমন স্বস্তি দেবে, তেমনই ভিড় এড়াতে সাহায্য করবে। পুজো কার্নিভালের এই বাড়তি রাত্রিকালীন মেট্রো পরিষেবা নিঃসন্দেহে শহরের বুকে উৎসবের আনন্দকে আরও নিরাপদ ও সুষ্ঠু করে তুলবে বলে মনে করছেন বহু মানুষ। এখন শুধু অপেক্ষা রবিবার রাতের, যখন রঙ ও আলো আর সুরে মেতে উঠবে রেড রোড।

Kolkata Metro extra services Blue & Green line on 5 October for Durga Puja 2025 Carnival

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন