কলকাতা: উৎসবের মরসুমে শহরে পর্যটকের ভিড় যেমন বাড়ে, তেমনই বড় কোনও সরকারি পরীক্ষার দিন কলকাতার পরিবহণ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হয়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগাম ব্যবস্থা নিল কলকাতা মেট্রো রেলওয়ে। ২০২৩ সালের পিএসসি ক্লার্কশিপ (পার্ট–২) (PSC Clerkship exam) পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন রবিবার হলেও সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকেই ব্লু লাইন এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে। এর ফলে দূরদূরান্ত থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীরা সময় নিয়ে যাত্রা করতে পারবেন এবং শেষ মুহূর্তের দুশ্চিন্তা অনেকটাই কমবে।
ব্লু লাইনের ক্ষেত্রে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টায়। সাধারণ রবিবারে যেখানে ব্লু লাইনে ১৩০টি মেট্রো পরিষেবা চালানো হয়, সেখানে ওই দিন ১৬৮টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৮৪টি আপ এবং ৮৪টি ডাউন ট্রেন থাকবে। পাশাপাশি দুপুর ৩টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবার ব্যবধান ১০ মিনিটের বদলে ৮ মিনিট করা হয়েছে, যাতে যাত্রীচাপ সামাল দেওয়া যায়।
গ্রিন লাইনের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া ময়দান স্টেশন থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৮টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৮টা ০২ মিনিটে। এই লাইনে স্বাভাবিক ১০৮টি পরিষেবার বদলে ১৩১টি পরিষেবা চালানো হবে। এছাড়াও বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবার ব্যবধান ১৫ মিনিটের পরিবর্তে ১০ মিনিট করা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু ও গ্রিন লাইনের শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো যথারীতি রাত ১০টা ০৫ মিনিটে চলবে। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।
মেট্রো রেলের আধিকারিকদের বক্তব্য, ডিসেম্বরের শেষ সপ্তাহে উৎসব উপলক্ষে শহরে যাত্রীসংখ্যা এমনিতেই বেড়ে যায়। তার উপর রবিবার হওয়ায় পর্যটকদের ভিড়ও বাড়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় একটি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনে পরীক্ষার্থী, নিত্যযাত্রী ও পর্যটকদের যাতায়াতে যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে।
শুধু পরিষেবার সংখ্যা বাড়ানো নয়, যাত্রী নিরাপত্তার দিকেও গুরুত্ব দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা, রাখা হয়েছে অতিরিক্ত সহায়তাকারী কর্মী। সব মিলিয়ে পিএসসি ক্লার্কশিপ (পার্ট–২) পরীক্ষার্থীদের জন্য কলকাতা মেট্রোর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির খবর।


