কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Metro) আবারও দেখা দিল বিভ্রাট। শহরের সবথেকে ব্যস্ত রুটগুলির মধ্যে অন্যতম এই লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় সকাল থেকেই নাজেহাল নিত্যযাত্রীরা। শনিবার সকালে হঠাৎই মেট্রো কর্তৃপক্ষ জানায়, আপাতত দক্ষিণেশ্বর থেকে কোনও মেট্রো চলবে না। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সীমিত করা হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে তীব্র ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সিগন্যাল সিস্টেমে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত জরুরি কাজের প্রয়োজন হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার জন্যই পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখতে হয়েছে। তবে হঠাৎ সকালে ব্যস্ত সময়ে পরিষেবা থমকে যাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা জিজ্ঞাসা তুলছেন—যদি রক্ষণাবেক্ষণ কাজের প্রয়োজন ছিলই, তা হলে আগে থেকেই কেন সতর্ক করা হলো না?
মেট্রোর তরফে জানানো হয়েছে, সিগন্যালিং সিস্টেমে গত কয়েকদিন ধরে ক্ষুদ্র ত্রুটি দেখা দিচ্ছিল। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। যেহেতু সিগন্যালিং পরিষেবা মেট্রোর নিরাপত্তার মূল অংশ, তাই কাজ চলাকালীন ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন আধিকারিকেরা। সেই কারণে দক্ষিণেশ্বর অংশে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চললেও ট্রেনের ফ্রিকোয়েন্সি কমানো হয়েছে বলে জানা যায়।


