
কলকাতা: সপ্তাহের দ্বিতীয় কাজের দিন মঙ্গলবার সকালেই চরম ভোগান্তির শিকার হলেন কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বিদ্যুৎ সংযোগে বড়সড় বিভ্রাটের জেরে প্রায় পৌনে দুই ঘণ্টা ব্যাহত থাকল পরিষেবা। সুড়ঙ্গের ভেতরে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুড়ঙ্গে রুদ্ধশ্বাস মুহূর্ত
মেট্রো রেল সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভেতরে আচমকাই একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ট্রেনের আলো ও এসি বন্ধ হয়ে যায়। অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তবে মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সুড়ঙ্গ থেকে সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয় এবং লাইনে হেঁটে তাঁরা নেতাজি ভবন স্টেশনে পৌঁছান।
খণ্ডিত পরিষেবা ও যাত্রীদের হয়রানি Kolkata Metro Blue Line disruption
পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ে মেট্রো কর্তৃপক্ষ ‘কাট-সার্ভিস’ বা ভাঙা পথে ট্রেন চালায়৷ দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত একটি অংশে ট্রেন চলে। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অন্য অংশে পরিষেবা বজায় রাখা হয়। মাঝের স্টেশনগুলোতে পরিষেবা বন্ধ থাকায় অফিসযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা চরম বিপাকে পড়েন। বাসে বা অন্য পরিবহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁদের।
যুদ্ধকালীন তৎপরতায় সারাই
মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ শুরু করেন। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এই বিপর্যয় ঘটেছিল। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পুরো রুটেই পরিষেবা স্বাভাবিক হয়েছে।
Kolkata City: Kolkata Metro Blue Line services were severely hit on Tuesday morning due to a major power failure between Netaji Bhavan and Rabindra Sadan. Passengers were safely evacuated from a stuck tunnel train. Full service resumed by 8:45 AM. Read more.








