বর্ষবরণের রাতে কলকাতায় স্বস্তি, চলবে একগুচ্ছ স্পেশাল মেট্রো

কলকাতা: বর্ষশেষের রাতে শহরজুড়ে উৎসব, পার্টি ও নানা আয়োজনের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro special service)। নিউ ইয়ার্স ইভ…

Kolkata Metro Blue Line Disruption

কলকাতা: বর্ষশেষের রাতে শহরজুড়ে উৎসব, পার্টি ও নানা আয়োজনের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro special service)। নিউ ইয়ার্স ইভ উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে চালানো হবে অতিরিক্ত স্পেশাল মেট্রো পরিষেবা। এই সিদ্ধান্তে স্বস্তি পাচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে উৎসবপ্রেমী শহরবাসী।

Advertisements

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৪০ মিনিটের পর আটটি বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে। সাধারণত এই সময়ের পর মেট্রো পরিষেবা সীমিত হয়ে যায়। কিন্তু বর্ষবরণের রাতে যাত্রীদের ভিড় ও যাতায়াতের প্রয়োজন মাথায় রেখেই এই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত।

   

এই স্পেশাল মেট্রোগুলি মূলত ব্লু লাইনের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে যুক্ত করবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং উল্টো রুটে যাতায়াতের পাশাপাশি দমদম পর্যন্তও বিশেষ পরিষেবা থাকছে। ফলে উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা।

মেট্রো সূত্রে জানা গেছে, চারটি স্পেশাল মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে। আবার তিনটি মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে। এছাড়া বর্ষবরণের রাতে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত মেট্রো পরিষেবাও রাখা হয়েছে। এই রুটগুলিতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, শ্যামবাজার, দমদমের মতো ব্যস্ত স্টেশন অন্তর্ভুক্ত থাকছে।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী স্পেশাল মেট্রোগুলি ছাড়বে রাত ৯টা ৪০, ৯টা ৫২, ১০টা ৫ মিনিট এবং ১০টা ১৮ মিনিটে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৪, ১০টা ৪ মিনিট এবং ১০টা ১৭ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ স্পেশাল মেট্রোটি চলবে রাত প্রায় ১০টা ২৫ মিনিটে।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্ষশেষের রাতে স্টেশন চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আরপিএফ ও সিআইএসএফ বাহিনী মোতায়েন থাকবে, পাশাপাশি সিসিটিভি নজরদারিও জোরদার করা হবে। ভিড় সামলাতে স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী রাখা হবে বলেও জানা গেছে।

তবে সব লাইনে এই সুবিধা মিলছে না। গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) এবং ইয়েলো লাইন (জয়হিন্দ বিমানবন্দর–নোয়াপাড়া) রুটে বর্ষবরণের রাতে কোনও অতিরিক্ত মেট্রো পরিষেবা থাকছে না। ওই লাইনের যাত্রীদের নির্ধারিত শেষ ট্রেনের সময় মাথায় রেখেই যাত্রা পরিকল্পনা করতে হবে।

যাত্রীদের মতে, বর্ষবরণের রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা নিঃসন্দেহে স্বস্তির। তবে তাঁদের একটাই দাবি—পরিষেবা যেন সময়মতো চলে, অযথা ভিড় বা বিশৃঙ্খলা না হয় এবং সবাই যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। অনেকেরই মত, ভবিষ্যতে নিউ ইয়ার্স ইভ ছাড়াও বড় উৎসবের সময় আরও দেরি পর্যন্ত মেট্রো চালানো উচিত।

Advertisements