বিমানবন্দরগামী কলকাতাবাসীর জন্য এ বার এল এক বড় সুখবর। ইয়েলো লাইনে মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ জানাচ্ছিলেন, বিমান ধরার সময় কিংবা দেরিতে ফেরা যাত্রীদের জন্য মেট্রো সার্ভিসের সময়সীমা যথেষ্ট নয়। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ ৩ তারিখ থেকে।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সোম থেকে শুক্র, অর্থাৎ সপ্তাহের কর্মদিবসে ইয়েলো লাইনে মেট্রো চলাচলের সময় আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি সপ্তাহান্তে—শনিবার ও রবিবারেও—এই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। এর ফলে অফিসযাত্রী থেকে শুরু করে বিমানবন্দরে যাতায়াতকারী সকলেই অনেক বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
আগে ইয়েলো লাইনে প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭টা ৫৫ মিনিটে এবং শেষ মেট্রো ছাড়ত রাত ৮টা ১৭ মিনিটে। এই সময়সূচি বহু যাত্রীর জন্য অসুবিধাজনক ছিল, বিশেষ করে যারা ভোরবেলা ফ্লাইট ধরতেন বা রাতে দেরিতে শহরে ফিরতেন। মেট্রো সময় শেষ হয়ে যাওয়ায় তাঁদের ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের উপর নির্ভর করতে হত, যা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।
নতুন সময়সূচি কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর থেকে ইয়েলো লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩০ মিনিটে। অর্থাৎ প্রায় এক ঘণ্টা বেশি সময় মেট্রো চলাচল করবে। ফলে সকালের অফিস যাত্রী ও রাতের ফ্লাইট যাত্রী—দু’পক্ষই এই সিদ্ধান্তে উপকৃত হবেন।



