HomeWest BengalKolkata Cityআরজি করের পথেই কলকাতা মেডিক্যাল কলেজ, গণ ইস্তফা চিকিৎসকদের

আরজি করের পথেই কলকাতা মেডিক্যাল কলেজ, গণ ইস্তফা চিকিৎসকদের

- Advertisement -

ষষ্ঠীর সকালেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar Protest) পথে হাঁটল কলকাতা মেডিক্যাল কলেজ। এবার কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার পথে হাঁটছে বলে জানা যাচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের ৫০ জন ডাক্তার আজ গণ ইস্তফা দিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ষষ্ঠীর দিন গণ ইস্তফার হুমকি গতকালই দিয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) সিনিয়র চিকিৎসকরা।

মঙ্গলবার তাঁরা জানিয়েছিলেন, যদি ধর্মতলায় অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্য সরকার মেনে না নেন, তাহলে বুধবার তাঁরা ইস্তফার পথে হাঁটবেন। আর যেমন কথা ঠিক তেমন কাজ। ২৪ ঘন্টা পার হয়ে গেলেও রাজ্য সরকারের কাছ থেকে চিকিৎসকদের ১০ দফা দাবি নিয়ে কোনোরকম সাড়া না পাওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা ষষ্ঠীর দিন বুধবার গণ ইস্তফার পথে হাঁটলেন।

   

ষষ্ঠীর সকালে লোকাল ট্রেনে যাত্রী হয়রানি, প্রতিবাদের আচঁ দক্ষিণ শাখায়

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফার পথে হেঁটেছেন। মূলত, ধর্মতলায় শনিবার থেকে ১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এরপর সেই চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে তাঁদেরকে সহমর্মিতা জানিয়ে প্রথম গণ ইস্তফার পথে হেঁটেছিলেন আরজি করের সিনিয়র চিকিৎসকরা।

এদিকে রবিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে কেন আরজি করের কোনও চিকিৎসক নেই সেই নিয়ে বিতর্কের সৃষ্টি হলে রবিবার সেই মঞ্চে যোগ দেন অনিকেত মাহাতো। এদিকে গত শনিবারই জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চে যোগ দেন সিনিয়র ডাক্তাররাও। তারপরে আরও তীব্রতর হয়ে ওঠে সেই আন্দোলন।

পুজোয় ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা রেলের, হাওড়া ও শিয়ালদহ শাখায় মিলবে সুবিধা

তবে জানা যাচ্ছে, এবার আরজি কর মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজের পর গণ ইস্তফার পথে হাঁটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ইতিমধ্যেই ১৫ জন সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফার পথে হেঁটেছেন।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular