HomeWest BengalKolkata CityCalcutta High Court: জমি দখল করে তৃণমূলের এলাহী পার্টি অফিস, ভেঙে ফেলার...

Calcutta High Court: জমি দখল করে তৃণমূলের এলাহী পার্টি অফিস, ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

- Advertisement -

ভোটের মুখে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। বেআইনি ভাবে গড়ে ওঠা পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্ট সূত্রে খবর, নিউ টাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দফতর ভেঙে ফেলতে হবে। জানা গিয়েছে, ওই স্থানে রাজ্যের শাসকদলের যে তিনটি দফতর রয়েছে, তা ভেঙে ফেলতে হবে। বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পাওয়ার পরই শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীপক্ষরা।

সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘হিডকো’র ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল উচ্চ আদালত। কিছুদিন আগে এই মর্মে আদালতে অভিযোগ দায়ের হয় যে তৃণমূল ওই জমিতে বেআইনি ভাবে পার্টি অফিস গড়ে তুলেছে। সেই সংক্রান্ত মামলায় এইদিন রায় দিল কলকাতার শীর্ষ আদালত।

   

তবে হিডকো এই প্রসঙ্গে জানিয়েছে যে বেআইনি ভাবে তাদের জমিতে ওই পার্টি অফিসগুলি গড়ে তোলা হয়েছে। বিচারপতি সিনহা এই প্রসঙ্গে পাল্টা হিডকো কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না?” এখানেই শেষ নয় তিনি এই বিষয়ে হিডকোর নির্দিষ্ট কোনও আইন আছে কিনা তাও জানতে চান। আদালতে সওয়াল-জবাব প্রসঙ্গে জানা গিয়েছে যে, ওই জমিতে আরও ৩৫টি অবৈধ নির্মাণ আছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular