ধর্ষক ছাড়া কোনও অপরাধীর আমৃত্যু কারাদণ্ড নয়, রায় কলকাতা হাইকোর্টের

ধর্ষক ছাড়া কোনও অপরাধীর আমৃত্যু কারাদণ্ড নয়। শনিবার এমনই নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট।

এদিন একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ আদালত রায়ে উল্লেখ করেছেন মৃত্যুদণ্ড বদল করে আমৃত্যু কারাদণ্ড একমাত্র উচ্চ আদালতই দিতে পারে।

   

রাজ্যের সব বিচারবিভাগীয় অফিসারকে এই রায় পাঠিয়ে দিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রায় প্রদানের ক্ষেত্রে কোনও নিম্ন আদালত এমন ভুল না করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন