বছর শেষে সোনার দামে পতন

Gold Rate Weakens Again Today, December 5—Check Latest Kolkata Prices
Gold Rate Weakens Again Today, December 5—Check Latest Kolkata Prices

কলকাতা: বছরের শেষ প্রান্তে এসে কলকাতার সোনার (gold price) বাজারে ফের দাম কমার ছবি স্পষ্ট। শুক্রবার ১৯ ডিসেম্বর মহানগরীতে সোনার দর কমেছে। কয়েক দিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দামে যে অস্থিরতা চলছিল, তার প্রভাব এবার কলকাতার বাজারেও চোখে পড়ছে। ডলার সূচকের ওঠানামা, মার্কিন সুদের হার সংক্রান্ত জল্পনা এবং বড় বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতার ফলেই আজ সোনার দরে এই পতন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বুলিয়ন মার্কেট সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ৬৬ টাকা কমে দাঁড়িয়েছে ১৩,৪১৮ টাকা। বৃহস্পতিবার এই দর ছিল ১৩,৪৮৪টাকা। একইসঙ্গে ২২ ক্যারাট সোনার দাম কমেছে ৬০টাকা, বর্তমানে যার দর ১২,৩০০ টাকা প্রতি গ্রাম। গয়না তৈরিতে বহুল ব্যবহৃত ১৮ ক্যারাট সোনার দামও কমেছে ৪৯টাকা, আজ যা দাঁড়িয়েছে ১০,০৬৪ টাকা প্রতি গ্রাম।

   

বাজার বিশ্লেষকদের মতে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সোনার দামে এই ধরনের ওঠানামা নতুন নয়। বছরের শেষ লগ্নে আন্তর্জাতিক বাজারে বহু ফান্ড ও বিনিয়োগকারী তাঁদের অবস্থান পুনর্বিন্যাস করেন। সেই কারণেই কখনও দাম বাড়ে, আবার কখনও হঠাৎ পতন দেখা যায়। পাশাপাশি ডলারের শক্তি বৃদ্ধি পেলে সোনার ওপর চাপ পড়ে, যার প্রভাব সরাসরি ভারতীয় বাজারেও পড়ে।

২৪ ক্যারাট সোনা
৮ গ্রাম: ১,০৭,৩৪৪ টাকা
১০ গ্রাম: ১,৩৪,১৮০ টাকা
১০০ গ্রাম: ১৩,৪১,৮০০ টাকা

২২ ক্যারাট সোনা
৮ গ্রাম: ৯৮,৪০০ টাকা
১০ গ্রাম: ১,২৩,০০০ টাকা
১০০ গ্রাম: ১২,৩০,০০০ টাকা

১৮ ক্যারাট সোনা
৮ গ্রাম: ৮০,৫১২ টাকা
১০ গ্রাম: ১,০০,৬৪০ টাকা
১০০ গ্রাম: ১০,০৬,৪০০ টাকা

তবে ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল এই দামে GST, TCS এবং মেকিং চার্জ ধরা নেই। ফলে গয়না কেনার ক্ষেত্রে দোকানভেদে চূড়ান্ত দামে পার্থক্য হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কেনাকাটার আগে স্থানীয় স্বর্ণকারের কাছ থেকে সম্পূর্ণ বিলের হিসেব জেনে নেওয়াই নিরাপদ।

গত এক সপ্তাহে সোনার বাজারে স্পষ্টভাবে দামের ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ১৯ ডিসেম্বর দাম কমেছে, তার আগের দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর দর ছিল তুলনামূলক বেশি। ১৭ ডিসেম্বর সামান্য সংশোধনের পর ১৬ ডিসেম্বর বড় পতন দেখা গিয়েছিল। আবার ১৫ ডিসেম্বর বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং ১২ ডিসেম্বর হঠাৎ বড় লাফে অনেকেই চমকে যান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন