HomeWest BengalKolkata CityKalighat : কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

Kalighat : কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

- Advertisement -

করোনার (Coronavirus) দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে কালীঘাট মন্দির খোলা থাকবে। বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন। এর আগে ১ জানুয়ারিও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতিরিক্ত ভিড় হতে পারে, এই অনুমানের পরিপ্রেক্ষিতে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

   

উল্লেখ্য, দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪২১ জন, করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭,৩৪৩ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪১,১০১ জন। সরকারি হিসেবে বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৬.৪০%। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular