কলকাতা: বছরের শেষ লগ্নে শীতের দাপটে কার্যত স্তব্ধ তিলোত্তমা (Kolkata coldest day)। চলতি মরশুমের শীতলতম দিনে পৌঁছেছে কলকাতা। বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৮ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, এই শীতে প্রথমবার কলকাতার পারদ ১১ ডিগ্রির ঘরে নামল। ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে আরও ঠান্ডা হয়েছে শহর।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হয়েছে। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও ঠান্ডার প্রকোপ ছিল চোখে পড়ার মতো। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫.৮ ডিগ্রি কম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিললেও উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা অনুভূত হয়েছে সারাদিন।
কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও শীতের প্রভাব স্পষ্ট। মঙ্গলবার ছাড়া গত শুক্রবার ও শনিবার শহরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে উত্তুরে হাওয়ার কারণে শীত আরও জাঁকিয়ে বসেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার গতি কিছুটা কমবে, ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতেও কুয়াশার দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসতে পারে, ফলে ভোর ও সকালের দিকে যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।
নববর্ষ উপলক্ষে উত্তরবঙ্গবাসীর জন্য রয়েছে আবহাওয়ার বড় চমক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, ঘুম, সান্দাকফু এবং চটকপুরের মতো উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গে নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা কিছুটা কমলেও কুয়াশার প্রকোপ বাড়বে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। জানুয়ারির প্রথম কয়েক দিনে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
তবে তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার দাপট কমবে না। ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামের একাংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। নতুন বছরের প্রথম দিনে বীরভূম ও পশ্চিম বর্ধমানে কুয়াশার ঘনঘটা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
