উত্তুরে হাওয়ায় কাঁপছে শহর, কোল্ডেস্ট ডে-তে কলকাতা

কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে শীত যেন তার আসল রূপ দেখাল কলকাতা (Kolkata coldest day) ও দক্ষিণবঙ্গে। মঙ্গলবার শহরবাসী সাক্ষী থাকল চলতি মরসুমের অন্যতম শীতল…

west-bengal-temperature-drop-weather-update

কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে শীত যেন তার আসল রূপ দেখাল কলকাতা (Kolkata coldest day) ও দক্ষিণবঙ্গে। মঙ্গলবার শহরবাসী সাক্ষী থাকল চলতি মরসুমের অন্যতম শীতল দিনের। এক ধাক্কায় পারদ নেমে গেল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ মরসুমে একাধিকবার ‘কোল্ডেস্ট ডে’-এর নজির গড়েছে মহানগর। উত্তুরে হাওয়ার দাপটে কার্যত কাঁপছে শহর।

Advertisements

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও একই চিত্র ধরা পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বইছে কনকনে উত্তর হাওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবীরা সবাই শীতের জেরে সমস্যায় পড়েছেন। বিশেষ করে ভোর ও গভীর রাতে ঠান্ডার দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

   

আবহবিদদের মতে, বড়দিনের সময় থেকেই এই প্রবল ঠান্ডার পূর্বাভাস মিলছিল। মঙ্গলবার তা পুরোপুরি বাস্তবায়িত হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর শীতের প্রভাব বজায় থাকবে। রাতের দিকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে আগামী কয়েক রাত কলকাতা ও সংলগ্ন এলাকায় আরও শীতল হতে পারে বলে অনুমান।

তবে এই প্রবল ঠান্ডা দীর্ঘদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। নতুন বছরের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়তে পারে। এর জেরে উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে কমবে। ফলে পারদের পতনেও কিছুটা রাশ টানার সম্ভাবনা রয়েছে। তবুও আপাতত ৩ জানুয়ারি পর্যন্ত শীতের এই দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে।

এর পাশাপাশি কুয়াশা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজ্যজুড়ে। জেলা থেকে শহর—সব জায়গাতেই কুয়াশার দাপট চোখে পড়ছে। বেলা বাড়লেও অনেক জায়গায় কুয়াশা কাটছে না। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। দৃশ্যমানতা কোথাও ৯৯৯ মিটার, আবার কোথাও নেমে আসছে ২০০ মিটারের কাছাকাছি। এর প্রভাব পড়ছে রেল, সড়ক ও বিমান পরিষেবাতেও।

দক্ষিণবঙ্গে যখন শীতের দাপট চরমে, তখন উত্তরবঙ্গেও ঠান্ডার প্রকোপ কম নয়। গত এক মাস ধরে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রির আশপাশে। কখনও কখনও তা নেমে যাচ্ছে ৮–৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাহাড়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশা। বহু এলাকায় দৃশ্যমানতা কমে ৫০ থেকে ১৯৯ মিটারে দাঁড়িয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বছরের শুরুতেই দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই পূর্বাভাস পর্যটকদের মধ্যে উত্তেজনা তৈরি করলেও স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এটি সতর্কতার বার্তা। সব মিলিয়ে, নতুন বছরের শুরুটা পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রবল ঠান্ডা ও কুয়াশার মধ্য দিয়েই।

Advertisements