বাড়াতে হবে ভাড়া, বনধ ডাকল সিটু, ১২ ঘণ্টা চাক্কা জ্যাম অ্যাপ ক্যাবের

কলকাতা: কলকাতায় আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার, ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা। সিটু পরিচালিত ওলা-উবের অপারেটর্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন এই প্রতিবাদী ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলবে না ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডো-এর মতো জনপ্রিয় অ্যাপ ক্যাব পরিষেবা।

Advertisements

ইউনিয়নের সহ সম্পাদক সোহাগ খান জানান, দীর্ঘদিন ধরে তেলের দাম বৃদ্ধি, বাজার অর্থনীতির পরিবর্তন এবং অন্যান্য আর্থিক চাপের কারণে চালকদের জীবনযাত্রার মানে বড় ধরনের প্রভাব পড়েছে। কিন্তু তার পরেও রাজ্য সরকার অ্যাপ ক্যাব পরিষেবার ভাড়া বৃদ্ধির ব্যাপারে কোনো নির্দেশিকা দেয়নি, অভিযোগ তাঁদের। এই বিষয়ে একাধিকবার পরিবহণ দপ্তরে যোগাযোগ করা হলেও, সাড়া মেলেনি।

   

সোহাগ খান বলেন, “তেলের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধি করা না গেলে আমাদের চালকদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছে। রাজ্য সরকার আমাদের জন্য কোনো নির্দিষ্ট ভাড়া বেঁধে দেয়নি। এই সমস্যা মেটানোর জন্য আমরা ২০ ফেব্রুয়ারি একটি বৈঠক করেছি, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২৭ তারিখ আমরা ১২ ঘণ্টার জন্য স্ট্রাইক ডেকে অ্যাপ ক্যাবগুলো রাস্তায় নামাতে দেব না।”

Advertisements

এই ধর্মঘটের মাধ্যমে অ্যাপ ক্যাব চালকদের একাধিক দাবি তুলে ধরা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধির সাথে সাথে রাস্তায় চলমান অ্যাপ ক্যাবগুলোর ভাড়া যথাযথভাবে বৃদ্ধি করা প্রয়োজন, পাশাপাশি পরিকাঠামোর উন্নতি ও নিরাপত্তা বিষয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসা উচিত।

কলকাতার রাস্তায় ২৭ ফেব্রুয়ারি এই ধর্মঘট চলাকালীন, যাত্রীরা যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে বিকল্প পরিবহণের ব্যবস্থা আগেই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ধর্মঘটের ফলে শহরের পরিবহণ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, বিশেষত সেই সব যাত্রীরা যারা অ্যাপ ক্যাবের মাধ্যমে দৈনন্দিন যাত্রা করেন।