Aadhaar Link: ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করালে কি ভর্তুকি বন্ধ হবে?

LPG Price Cut: 19 Kg Cylinder Gets ₹17 Cheaper From Today — Check New Rates

৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক না করালেই ভর্তুকি কি বন্ধ হয়ে যাবে? ইতিমধ্যেই রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কিন্তু এই কাজ করতে গিয়ে নাজেহাল হচ্ছেন বহু গ্রাহক। লিঙ্কের কাজ না হলে যদি রান্নার গ্যাসই না পান এই ভয়ে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে মিলছে না বহু প্রবীণের আঙুলের ছাপ।

Advertisements

অপর দিকে, বহু গ্যাস ডিলারের অফিসে রেটিনার বায়োমেট্রিকের ব্যবস্থা নেই। তার পরিবর্তে কী বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে তাও বলতে পারছেন না কর্মীরা। এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে। যদিও তেল সংস্থার ওই আধিকারিক এ রকম কোনও কথা মানতে চাননি।

বৃহস্পতিবার সর্বভারতীয় এল পি জি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস জানিয়েছেন, বিভিন্ন তেল কোম্পানিগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে, তবে ডিস্ট্রিবিউটাররা মনে করছে এই তারিখ আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও রকম নোটিফিকেশন আসেনি।

Advertisements

এল পি জি ডিস্ট্রিবিউটারস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাসের জানিয়েছেন যে এত গ্রাহকের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে সবার সংযুক্তিকরণ সম্ভব নয়। তাই যারা করতে পারবেন না, তাদের ক্ষেত্রে যে সঙ্গে সঙ্গে ভর্তুকি বন্ধ হয়ে যাবে,সেটা নয়। গোটা বিষয় মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই। কিন্তু যারা ১৯ টাকা ৫৭ পয়সা ভর্তুকি পান তাঁদের ক্ষেত্রেও এটা করতে হবে। তবে এখনই বন্ধ হয়ে যাওয়ার মতো কোনও নির্দেশিকা আসেনি।