সবজির দাম জানলে পকেটে লাগবে ছ্যাঁকা!

People are worried about the price of vegetables

রবিবারের বাজারে সবজির দাম (Vegetable Price) কত জানেন? রবিবার মানেই ছুটির দিন। সকাল সকাল ফুলকো লুচি আর আলু চচ্চড়ি, দুপুরবেলা জমিয়ে মাংস-ভাত হল বাঙালির আদর্শ রবিবারের মেন্যু। কিন্তু খাবার আগে জানুন পেঁয়াজ, রসুন, আলু এবং নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কত।

Advertisements

আজ বাজারে জ্যোতি আলুর (Potato) দাম ৩২-৩৫ টাকা কেজি, অন্যদিকে চন্দ্রমুখী আলুর দাম ৩৫-৪০ টাকা কেজি। পেঁয়াজের (Onion) দাম প্রতি কেজি ৫৫-৬০ টাকার মধ্যে। টমেটো (Tomato) ৪০-৫০ টাকা কেজি।

রসুন (Garlic) খাবার আগেই তার দাম শুনেই চোখে জল আসছে মধ্যবিত্ত বাঙালির। রসুন এখন ৪৫০-৫০০ টাকা কেজি হয়ে দাঁড়িয়েছে। ভেন্ডি (Okra) ৩৫-৪০ টাকা কেজি। কুমড়োর (Pumpkin) দামটা বর্তমানে একটু কম। প্রতি কেজি কুমড়ো ২৫-৩০ টাকা কেজি। পেঁপের (Green Papaya) দামও প্রতি কেজি ২৫-৩০ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে।

Advertisements

তবে এই বর্ষার মরশুমে দাম কমেছে ভুট্টার (Corn)। কোথাও কোথাও ৫ টাকা পিস্ অথবা ৭ টাকা পিস্ও বিক্রি হচ্ছে। উল্টে উচ্ছের (Bitter Gourd) দামটা খানিক বেড়েছে। প্রতি কেজি উচ্ছের দাম বর্তমানে ৫৫-৬০ টাকা কেজি। কচু (Yam) খেলে গলা চুলকোবে কিনা জানা নেই, তবে দাম শুনে হাত চুলকোতেই পারে। প্রতি কেজি কচুর দাম ৭৫-৮০ টাকা কেজি।