HomeWest BengalKolkata Cityশনিবার রোদ ঝলমলে দিন, সোম থেকে বৃষ্টির সম্ভাবনা

শনিবার রোদ ঝলমলে দিন, সোম থেকে বৃষ্টির সম্ভাবনা

- Advertisement -

গত দুদিন টানা বৃষ্টিপাতের পর অবশেষে শনিবার সকালে দেখা মিলল রোদের। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে দিন দেখল শহরবাসী। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯ থেকে ৯৬ এর মধ্যে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের আর কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলির মতো অতিরিক্ত বৃষ্টি না হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুরসহ মালদা জেলায়।

তবে আগামীকাল রবিবার থেকে বৃষ্টিপাত কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। তবে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

   

সম্প্রতি বাংলা-ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। মূলত ঘুর্ণিঝরের ফলে উপকূলবর্তী এলাকার আশেপাশের প্রায় ২০০ কিমি এলাকায় তার প্রভাব থাকে। তারই জেরে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular