HomeWest BengalKolkata CityCold Weather: ঠান্ডা সরবত এখনই নয়, এই ফাল্গুনে শীতের হাওয়া বইবে!

Cold Weather: ঠান্ডা সরবত এখনই নয়, এই ফাল্গুনে শীতের হাওয়া বইবে!

- Advertisement -

প্রবাদ মেলেনি। মাঘ মাসের শীতে বাঘের হাড় একদমই কাঁপেনি। হালকা হালকা শীতল হাওয়া ছিল। তবে ফাল্গুনে এসে শীতের আমেজ মিলবে! বসন্তের শুরুতে শীত বার্তা- রঙ্গে ভরা বঙ্গ জীবনে এটাও বাকি ছিল।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, এবছর ফাল্গুনের প্রথম কয়েকদিন শীত থাকছে। উত্তরবঙ্গে অর্থাৎ হিমালয় সংলগ্ন তরাই-ডুয়ার্সে শীতের দাপট বজায় থাকার সম্ভাবনা জোরালো।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবার শীতকাল দীর্ঘস্থায়ী, বলছেন আবহবিদরা।

   

গত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে ভারি তুষারপাত হচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলার হিমালয় এলাকার দুটি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে। এছাড়াও উত্তর থেকে আসা শীতের হাওয়া বইছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ফাল্গুনি হাওয়ার থেকে শীতল হাওয়া বেশি অনুভব করা যাবে।

সিকিমের আবহাওয়া অধিকর্তা গোপীনাথ রাহা বলেছেন এই অঞ্চলে একের পর এক ঝঞ্ঝার আগমন ঘটছে। এর প্রভাবে আরও কিছুদিন ঠান্ডার প্রকোপ থাকবে।

প্রবল তুষারপাতের কারণে সিকিমের বহু এলাকায় যানবাহন চলাচল প্রায় স্তব্ধ। নাথু লা সহ সিকিমের অনেক এলাকা তুষারে ঢেকে আছে। আপাতত স্ন সব এলাকায় যেতে পারমিট ইস্যু করছে না সিকিম প্রশাসন।

আবহাওয়া বিশ্লেষণে উঠে আসছে,দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঠান্ডা হাওয়া ঢুকছে সমতলে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে।

তবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে পারদ সূচক বাড়বে। বিশেষকরে রাঢ় অঞ্চলের জেলা শিমূল, পলাশ ও মহুয়া সৌরভ শুরু হয়েছে। বাড়ছে রোদের আঁচ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular