KMC Election: বুথের ভোটারকেই পোলিং এজেন্ট? মামলা করল বিজেপি

polling agents

News Desk: কলকাতা পুরভোট (KMC Election) নিয়ে আরও একটি মামলা বিজেপির। এ বার মামলা করলেন বিজেপি প্রার্থী স্বপ্না বন্দ্যোপাধ্যায়। ১১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটি করা হয়।

Advertisements

এ বারের ভোটে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বুথের ভোটারকেই পোলিং এজেন্ট হতে হবে। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে দ্বারস্থ বিজেপি প্রার্থী। আদালতে তাঁর আবেদন, বুথভিত্তিক নয়, ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট বসানো হোক। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।

   

কলকাতা পুরনিগম ভোটের আগেই ১১১টি পুরসভা ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার রায় বুধবার।রায় দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisements

আইনজীবী মহল মনে করছে, বুধবারের রায়ে স্পষ্ট হবে ১১১টি টি পুরসভা ভোটের দিনক্ষণ এবং তার গণনার তারিখ।