KK Death: ময়নাতদন্ত প্রাথমিক রিপোর্ট বলছে যে কারণে কে কে’র মৃত্যু

Singer KK Passes Away in Kolkata

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট। এখনও চূডাম্ত রিপোর্ট আসেনি। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, সঙ্গীতশিল্পী কে কে’র মৃত্যুতে (KK Death) কোনও রহস্যময় কিছু নেই। তাঁর মৃত্যুর কারণ, হৃদযন্ত্রজনিত সমস্যা।

ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। কিন্তু চূড়ান্ত রিপোর্টেই আসল কারণ ধরা পড়বে।

   

KK-song-list

মঙ্গলবার নজরুল মঞ্চে শো চলাকালীন কে কে বারবার সতীর্থদের জানিয়েছেন, তার গরম হচ্ছে। গান গাইতে গাইতে কিছু ক্ষণের জন্য থেমে মঞ্চের ব্যাকস্টেজে ঘাম মুছতেও দেখা গিয়েছে শিল্পীকে। তবু থামেননি। শেষ গান গেয়ে অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নেমেছেন। পারফর্মার এবং শিল্পী হিসেবে তাঁর দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরে যাননি। কেকের মৃত্যুর কারণ নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে ঝড়।

অন্যদিকে কেকের ম্যানেজারের দাবি, আমরা শো শেষ করেই হোটেলে পুঁছেছিলাম। গাড়িতে ওঠার সময় কেকে বলেছিলেন হাতে পায়ে টান ধরছে। ঠান্ডা লাগছিল বলে এসি বন্ধ করে দিতে বলেন। দরজা খুলে রুমে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। একা না তুললতে পারায় হোটেলের কর্মচারীদের ডাকেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানায় তিনি আর নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন