KK Death News: হম রহে ইয়া না রহে…শূন্য মঞ্চে পড়ে আছে প্রয়াত কে কে’র গানের তালিকা

KK-song-list

নজরুল মঞ্চে (Nazrul Mancha) পড়ে আছে তাঁর পছন্দের গানের তালিকা। তিনি নেই। বলিউড খ্যাতনামা শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (KK) গানের তালিকা বলে দিচ্ছে কড়া বাস্তব। সঙ্গীতশিল্পীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার সকালে ভাইরাল হয়েছে গতকাল কেকের স্টেজ কাঁপানো গানের সেই তালিকা। মঙ্গলবার রাতে মঞ্চ থেকে নামার আগেও গেয়েছেন তিনি, শেষ গান ছিল ‘হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ও পল’। গান গেয়ে যখন তিনি মঞ্চ থেকে বের হচ্ছেন তখনও ক্লান্ত মুখে লেগে রয়েছে হাসি। আর শরীর থেকে ঝরছে ঘাম।

   

শো চলাকালীন বারবার সতীর্থদের জানিয়েছেন, তার গরম বোধ হচ্ছে। গান গাইতে গাইতে কিছু ক্ষণের জন্য থেমে মঞ্চের ব্যাকস্টেজে ঘাম মুছতেও দেখা গিয়েছে শিল্পীকে। থামেননি। শেষ গান গেয়ে অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নেমেছেন। শিল্পী হিসেবে তাঁর দায়িত্ব থেকে সরে যাননি। স্টেজ থেকে পাওয়া গানের লিস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। স্মৃতিটুকু আগলে রাখতে চাইছেন অনুরাগীরা।

কেকের মৃত্যু কারণ কী? অনেকে বলছেন, নজরুল মঞ্চে এসি বন্ধ রাখা হয়েছিল। সেইসঙ্গে প্রচুর আলো লাগানো হয়েছিল। অনেকে বলছেন শো চলাকালীন মানুষের ভিড়

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন