ঝড়ের আগেই এল ‘কান্তি’ বুড়ো! তিনিই যেন ঝড়ের ত্রাস

kanti ganguly becomes active during rumel

ফের একবার সারা বাংলা যখন আরও একটি বিধ্বংসী ঝড়ের প্রহর গুনছে তিনি তখন চুপিসারে হাজির কান্তি বুড়ো। তিনি যেন ঝড়ের ত্রাস। ঝড়ের চোখে চোখ রেখে রঙবাজি করতে তিনি ওস্তাদ। জামার আস্তিন গুটিয়ে তিনি দিব্যি নেমে পড়েন ময়দানে। রেমালের মোকাবিলা করতে তিনি যেন একাই সিদ্ধহস্ত। আমফান, ইয়াস, বুলবুলের মতো একাধিক ঘূর্ণিঝড়ের সময় ত্রিপল,ত্রাণ নিয়ে ছুটতে দেখা গিয়েছিল প্রাক্তন সুন্দরবন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে।

প্রসঙ্গত ঝড়ের আগে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন কান্তি গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি, চোখে কালো চশমা। বৃষ্টি ভিজেই সুন্দরবনবাসীকে বারবার বলছেন নিরাপদ আশ্রয়ে থাকতে বলছেন। সঙ্গে এও বলেছেন, “আমি তো সরকারে নেই তাই আশপাশের মানুষের সাহায্য নিয়ে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছি।” জানা যাচ্ছে ইতিমধ্যে ত্রিপল, ত্রাণের প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। সকালবেলাই পৌঁছে গিয়েছেন সুন্দরবনে। অবস্থা খতিয়ে দেখছেন।

   

এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন যে, গত তিরিশ বছর ধরে সুন্দরবনের ঝড়-ঝঞ্ঝার প্রত্যক্ষ সাক্ষী আমি। ২০০৯ সালের ২৬ মে আয়লা আছড়ে পড়েছিল সুন্দরবনের বুকে। আজও সেই ২৬ মে। আমি তো নদীর পাড়ে দাঁড়িয়ে। বৃষ্টি হচ্ছে। হাওয়াও বইছে। রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে বলছে। কিন্তু আমি তা লক্ষ্য করছি না। আমার মনে হয় প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন