নিউজ ডেস্ক, কলকাতা : আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’
ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’
যদিও কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন রাজভবনকে জানায়, কলকাতা পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। কমিশন পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। ২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতায় পুরভোট হবে। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে কমিশন জানিয়ে দেয়। প্রতি বুথে ২ জন করে সশস্ত্র পুলিশ থাকবে। আর এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেন।
SEC stance #CAPF deployment #KMC polls needs revisiting, it being prime stake holder for fair polls. Determined SEC opposition to CAPF deployment does not augur well for fair polls. The issue at hand is too serious to be so dealt with. Expect urgent SEC response. pic.twitter.com/QnqCfj2Mwz
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 7, 2021
