Ration Scam: জেল খাটা জ্যোতিপ্রিয়র নিরাপত্তায় জেড ক্যাটেগরি বলয়

Jyotipriya Mallick

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় জেল খেটে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময় ছিলেন মন্ত্রী। তীব্র চাপের মুখে ক্যাবিনেট থেকে তাকে সরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জামিনে পেয়ে জেলের বাইরে আসার পর জ্যোতিপ্রিয়র জন্য ফের জেড ক্যাটেগরি সুরক্ষা!

Advertisements

২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। টানা ১৪ মাস জেলে ছিলেন। গত ১৫ জানুয়ারি তিনি জামিন পান।

   

রেশন দুর্নীতির তদন্তে ইডির মামলায় জেল খেটে বেরিয়ে বিধানসভায় বাজেট অধিবেশনে জ্যোতিপ্রিয় মল্লিককে যোগ দিতে দেখা গিয়েছিল। বর্তমান পরিস্থিতি বিচার করে রাজ্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ বলয়ে আছেন জ্যোতিপ্রিয়।

Advertisements

এদিকে রেশন দুর্নীতির তদন্তে ইডি
সোমবার রেশন দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল। এই চার্জশিটে নাম জ্যোতিপ্রিয় মল্লিকের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের নাম আছে। এ ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক ও সুব্রত ঘোষের। চার্জশিটে নাম উল্লেখ রয়েছে বেশ কিছু সংস্থার।

তদন্তকারীদের দাবি রেশন দুর্নীতি মামলায় ঘুরপথে টাকা ঢুকেছে এই তিন অভিযুক্তের অ্যাকাউন্টে। উল্লেখ্য, রেশন দুর্নীতির মামলার প্রথম থেকেই আদালতে ইডি জানিয়েছিল, দুর্নীতির টাকা কোন পথ হয়ে আসবে তার হিসাব রাখতেন এই শান্তনু। পরে তাকে গ্রেফতারও করা হয়। এবার পেশ হল চার্জশিট।