জ্যোতিপ্রিয় মল্লিকের উপর অতর্কিতে হামলা! একটুর জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

কলকাতা: নিজের বাড়ির সামনেই আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জানা গিয়েছে, রবিবার হাবড়ার তৃণমূল বিধায়ক সল্টলেকের বাড়িতে আসেন। তাঁর বাড়িতেই একটি অফিস রয়েছে। সেখানে প্রবেশের মুখেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর উপর অতর্কিতে হামলা (Attack) চালায়।

তৃণমূল বিধায়কের মুখে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয় আক্রমণকারী। বিধায়কের চিৎকার শুনে অফিস থেকে বেরিয়ে আসেন কয়েকজন তৃণমূল কর্মী। মারমুখী ওই হামলাকারীকে কোনভাবেই ঠেকানো যাচ্ছিল না বলে খবর। অবশেষে কোনোক্রমে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick) উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

   

সুস্থ আছেন তৃণমূল বিধায়ক

জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত সুস্থ আছেন বিধায়ক। মুখে আঘাত লাগ্লেও হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তবে অতর্কিতে হামলা হওয়ায় খনিকের জন্য স্তম্ভিত হয়ে যান তিনি।

হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন

স্থানীয় সূত্রে খবর, বিধায়কের উপর হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন। এদিন দুপুর থেকেই বিধায়কের বাড়ির সামনে তাঁকে ঘুরঘুর করতে দেখা যায়। মাঝে একবার গায়েব হয়ে ফিরে আসে সে। বিধায়কের বাড়ির সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। এরপর জ্যোতিপ্রিয় মল্লিককে অফিসে ঢুকতে দেখে তাঁর উপর হামলা চালায়। কিন্তু হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন