সরকারের নির্দেশকে বুড়ো আঙুল, ১৫ নয় ৩০ জনই যাচ্ছেন নবান্নে

বৃহস্পতিবারও স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা৷ এরপর বেলা গড়াতে বিরোধ মেটাতে বিকেলে আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব। সেখানে বলা হয়,বিকেল ৫টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য সরকার। থাকবেন মুখ্যমন্ত্রী।আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধি বৈঠকে থাকতে পারবে। বৈঠকের সরাসরি সম্প্রচার সম্ভব নয়। তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে বলেও জানিয়েছিলেন মুখ্যসচিব৷

Advertisements

তবে জুনিয়ার চিকিৎসকেরা সেই বৈঠকে যেতে রাজি হলেও হবু চিকিৎসকদের দাবি অনুযায়ী, ৩০ জন চিকিৎসককে সঙ্গে নিয়েই নবান্নে যেতে চান তাঁরা৷ সেই সঙ্গে লাইভ সম্প্রচার করতে হবে পুরো বিষয়টিকে৷ এই সিদ্ধান্তের কথা ইমেল মারফত মুখ্যসচিবকে জানানো হয়েছে।

   
Advertisements

নবান্নের এই চিঠি পাওয়ার পর জেনারেল বডির বৈঠক হয়। আর সেখানেই সিদ্ধান্ত হয়, চিকিৎসকেরা বৈঠক করতে নবান্নে যাবেন। তবে ১৫ নয়, যাবেন ৩০ জন প্রতিনিধিই। সাংবাদিক বৈঠক করার পরই এক সাক্ষাৎকারে আন্দোলনকারীরা জানান, ‘‘রাজ্য সরকারের পক্ষ থেকে যে বার্তা এসেছে,সেই বার্তাকে স্বাগত জানানোা হয়েছে৷ তাঁদের বক্তব্য ইমেল মারফত নবান্নে জানানো হয়েছে। তাঁদের ৩০ জন প্রতিনিধি নবান্নে যাচ্ছেন। সরাসরি সম্প্রচারের দাবিও থাকছে।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যে ২৬টি মেডিক্যাল কলেজ। তাই প্রতিনিধির সংখ্যা ৩০ জনের কম হওয়া সম্ভব নয়।