Joint Entrance Result: আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

বড় খবর! আজই প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (Joint Entrance Result)। ওবিসি জট কাটতেই ফলাফল প্রকাশ। এমনটাই জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের লিখিত আদেশ পেলেই ফলাফল/ রেজাল্ট বোর্ড প্রকাশ করবে।

প্রসঙ্গত প্রায় চার মাস আগে জয়েন্ট পরীক্ষা হয়েছিল। রাজ্যে জয়েন্টের পরীক্ষা হয় ২৭ এপ্রিল। ওবিসি বিতর্ক বাঁধা হয়ে দাঁড়ানোর ফলে প্রকাশ হচ্ছিল না জয়েন্টের ফল।

   

বোর্ডের তরফে জানা গিয়েছে যে জয়েন্টের ফল তৈরি রয়েছে। এরপর শুধু সুপ্রিম কোর্টের তরফ থেকে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় বোর্ড। জয়েন্টের ফলাফল ছাড়া আজ মেধাতালিকাও প্রকাশিত হবে। আজ দুপুর ২টোয় প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। সরকারি কলেজগুলিতে ভর্তি হওয়ার মেধাতালিকা প্রকাশ হবে বিকেল ৪টে।

রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশের কথা ছিল গত ৭ অগস্ট, যা ওবিসি জটের ফলে সিদ্ধান্ত বাতিল হয়। রাজ্যের ওবিসি তালিকা মেনে জয়েন্টের ফলপ্রকাশে আপত্তি ছিল কলকাতা হাইকোর্টের। রাজ্য চেয়েছিল রাজ্যে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী ফলপ্রকাশ করতে। তবে এই নিয়ে আপত্তি ছিল আদালতের, যার ফলে অনিশ্চয়তা তৈরি হয় লক্ষ লক্ষ জয়েন্ট দেওয়া ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে।

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের ওবিসি মামলার ক্ষেত্রে পর্যবেক্ষণ ছিল যে পুরনো যে মামলা ছিল, সেখানে এই নতুন ক্যাটাগরি কীভাবে হতে পারে? আদালতের নির্দেশ অনুযায়ী পুরনো ভর্তির বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণই দিতে হবে। ৭ শতাংশই সংরক্ষণ ছিল ২০২৪ সালে মামলা হওয়ার আগে। তবে বর্তমানে ২০১১ সালের ওবিসি সংশোধনের নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চায়। এটাতেই আপত্তি ছিল বিচারপতির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন