বিধানসভার সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

মেধাতালিকাভুক্ত হয়েও চাকরি হয়নি। মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাস মিললেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর দিনেই বিক্ষোভ দেখান হবু শিক্ষকরা।

বিক্ষোভ থামাতে এলে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন বিল্ব ঘোষ নামে এক চাকরীপ্রার্থী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

   

চাকরীপ্রার্থীদের অভিযোগ, প্রথম দফায় ডাক পেলেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক তালিকা প্রকাশ করেনি৷ মেধাতালিকায় সামনের দিকে নাম থাকলেও নিয়োগ পাননি বহু প্রার্থী। অভিযোগ, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে।

এই অভিযোগে ২০১৯ সালের মার্চ মাসে প্রেস ক্লাবের সামনে ২৯ দিন ধরে অনশন কর্মসুচি চালান হবু শিক্ষকরা। তাঁদের সঙ্গে কথা বলতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১৯ এর নির্বাচনের পরেই নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি।

এরপর গত বছরের ৮ ই অক্টোবর থেকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্ণা। মাঝে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি। এদিন ৪৫৬ দিনের মাথায় পড়ল আন্দোলন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন