HomeWest BengalKolkata CityPSC: মিথ্যে প্রতিশ্রুতি নয় অবিলম্বে নিয়োগ চাই, পিএসসি ভবনে তুলকালাম

PSC: মিথ্যে প্রতিশ্রুতি নয় অবিলম্বে নিয়োগ চাই, পিএসসি ভবনে তুলকালাম

- Advertisement -

শুক্রবার সকালে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। ফুড সাব ইনস্পেক্টর পদে নিয়োগ ঘিরে আইনি জটিলতার জন্য নিয়োগ ঘিরে তুলকালাম পরিস্থিতি।

অভিযোগ, ফুড সাব ইনস্পেক্টর পদে নিয়োগ ঘিরে আইনি জটিলতায় চাকরি আটকে আছে। স্যাট নির্দেশ দিলেও হয়নি নিয়োগ।তাই এদিন পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তীব্র গরমে বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

   

চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, আইনি জটিলতার কারোনে ২০১৯ সালের পর থেকে তাঁদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। পরে সেই জটিলতা কাটলেও নিয়োগ হয়নি। এমনকি পিএসসি ভবনের আধিকারিকদের জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এরপরেই বিক্ষোভে শামিল হয়েছে তাঁরা।

এদিন খালি গায়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ দেখাতে দেখা যায়। ফুড প্যানেলে সাব ইন্সপেক্টর পরে যে এফ প্যানেল হয়েছিল, সেখানে ৯১৭ জনের নাম ছিল। সেখানে ১০০ জনের চাকরি হয়েছে। বাকিদের চাকরি স্থগিত হয়েছে।

তাঁদের বক্তব্য, বিষয়টি স্টেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালের মামলা চলছিল। রায়দানে বলা হয়েছিল ২৮ দিনের মধ্যে নতুন প্যানেল দিতে হবে। রিভাইস প্যানেল দেওয়ার কথা ছিল ২৬ এপ্রিল। এবিষয়ে ডেপুটি কমিশনার নির্দিষ্ট সময় প্যানেল দেওয়া হবে বলে জানান। কিন্তু ২৮ দিন পার হয়ে যাওয়ার পরেও নিয়োগ চালু হচ্ছে না। এতে আদালতকে অবমাননা করা হচ্ছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, এখন প্যানেল চ্যালেঞ্জ হওয়ার কথা বলছেন পিএসসি আধিকারিক। কেন মিথেয় প্রতিশ্রুতি দেওয়া হল? প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। অবিলম্বে প্যানেল আপলোড করার দাবি জানিয়েছেন তাঁরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular