Tuesday, November 25, 2025
HomeEntertainmentJob Scam: আইনজীবীরাই যেন ইডি গোয়েন্দা, গোপন আস্তানায় 'সম্ভাব্য প্রশ্নে সায়নীর ক্লাস'...

Job Scam: আইনজীবীরাই যেন ইডি গোয়েন্দা, গোপন আস্তানায় ‘সম্ভাব্য প্রশ্নে সায়নীর ক্লাস’ চলছে

সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। অভিযোগ, বাড়ি ছাড়ার আগে তৃণমূল শীর্ষ নেতাদের সাথে তোলা ছবি নষ্ট করেছেন তিনি।

টলি সুন্দরী সায়নী ঘোষের (Saayoni Ghosh) তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান ও উল্কা গতিতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদাধিকার প্রাপ্তির পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন ভূমিকা নিয়ে দলীয়স্তরেই খোলামেলা আলোচনা হয়। তবে তৃ়ণমূলের অন্দরে সায়নী ঘোষের ‘চড়া মেজাজ’ দেখে এমনও চর্চা তিনি অভিষেকের ঘনিষ্ঠ বলেই এমনটা সম্ভব। নিয়োগ দুর্নীতির (job Scam) তদন্তে অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রীর সংযোগ খুঁজতে গিয়ে সায়নীর রাজনৈতিক উত্থানটিও ইডি বিশেষ নজরে রেখেছে। শুক্রবার জেরায় বিভিন্ন দিক থেকে প্রশ্নবাণের মুখে পড়তে হবে সায়নীকে।

Advertisements

   

জেরার আগে কী করছেন টলিপাড়ার সায়নী? কোথায় তিনি, এ নিয়ে প্রবল চর্চা। তৃণমূল যুবনেত্রীর ফোন বন্ধ। ইডি নোটিশ পাবার পর তিনি উধাও হয়ে যান। টলিপাড়ায় জোর গুঞ্জন সায়নী কলকাতাতেই আছে। ওর অনেক ঠিকানা। আরও গুঞ্জন, সায়নী ঘোষ গত দুদিন ক্রমাগত আইনজীবীদের কাছে সম্ভাব্য প্রশ্নমালার কী উত্তর দেবেন তার পরীক্ষা দিয়ে চলেছেন। শুক্রবার কড়া মৌখিক পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা হলের ঠিকানা সিজিও কমপ্লেক্স।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত কুন্তল ঘোষকে জেরা করে সায়নী ঘোষের বিষয়ে কিছু তথ্য পায় ইডি। তার ভিত্তিতে তৃণমূল যুবনেত্রীকে জেরায় ডাকা হয়েছে। সায়নীর সম্পত্তি খতিয়ান নিয়েও সন্দিহান ইডি। জেরার নোটিশ পেয়ে সায়নী নিজেকে আড়ালে রেখেছেন। টলিপাড়া থেকে জানা যাচ্ছে, আইনজীবীদের দেওয়া প্রশ্ন ধরেই তিনি জেরার প্রস্তুতি নিচ্ছেন।

Advertisements

<

p style=”text-align: justify;”>সায়নীর ঘনিষ্ঠ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা মনে করছেন, ও টাফ চরিত্রের। ফলে চট করে ওকে প্রশ্নের ফাঁদে ফেলতে পারবেনা ইডি। তবে ও যে আইনজীবীদের ঘেরাটোপে আরও নিজেকে প্রস্তুত করছে তাতে নিশ্চিত টলিপাড়া।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments