Job Scam: মমতার বাড়ির সামনে চাকরি চেয়ে গ্রেফতার মহিলাদের আদালতে পেশ, জামিন মিলবে?

Mamata Banerjee

লক-আপে রাতভর। বেলা গড়াতেই আদালতে। জামিন মিলবে? উদ্বেগে চাকরিপ্রার্থীরা। নিজেদের হকের দাবিতে পথে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাদের গ্রেফতার করা হয়েছে। জামিন অযোগ্য ধারায়‌ মামলা রুজু করা হয়। শনিবার মহিলা চাকরিপ্রার্থীদের তোলা হবে আদালতে। ২৮ জন চাকরিপ্রার্থীকে রাখা হয়েছে লালবাজার সেন্ট্রাল লকআপে।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপার প্রাইমারীর যে মহিলা চাকরিপ্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের তরফে তাদের ধরে লালবাজার আনা হয়। যে মহিলা চাকরিপ্রার্থীদের তুলে আনা হয়েছে, তাদের আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর জন্য জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি ১৪৪ কে উপেক্ষা করেই দেখানো হয়েছে। আদালত এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কী রায় দেয় সেটাই এখন দেখার। মহিলাদের বন্দি করে রাখা নিয়ে চাকরিপ্রার্থীরা যথেষ্ট উদ্বিগ্ন।

   

রাতভর লকআপে ছিলেন হাজরা থেকে কালীঘাট বিক্ষোভ করে আসা চাকরিপ্রার্থীরা। আজ সেই ২৮ জন মহিলাকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হবে বলেই খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন