HomeWest BengalKolkata CityJadavpur University: খুনের হুমকি পেয়েই ইস্তফা দিলেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু

Jadavpur University: খুনের হুমকি পেয়েই ইস্তফা দিলেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু

- Advertisement -

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur Univrsity) পড়ুয়া স্বপ্নদীপ খুনের মামলায় নতুন মোড়। উড়ো চিঠিতে খুনের হুমকি পেয়ে ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল মারফৎ ইস্তফা পাঠান। যদিও ইস্তফাপত্র এখনো গৃহীত হয়নি বলেই জানা যাচ্ছে। 

গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুর পর থেকে পরিস্থিতি সরগরম। অভিযোগ, তাকে ব়্যাগিং করে মারা হয়েছে। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ১৩ জনকে। ধৃত সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনির হয়ে উড়ো চিঠি পান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তাঁর দাবি, চিঠিতে লেখা ‘সৌরভকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। ওঁর বিরুদ্ধে কিছু করলে দেখে নেব। রিভলভারের একটা গুলিই যথেষ্ট।’ রানা রায় নামে এক অধ্যাপকের নাম করে লেখা হয়েছে চিঠি। রেজিস্ট্রার জানান বিশ্ববিদ্যালয়ে এই নামে কোনও অধ্যাপক নেই। তবে খুনের হুমকি দেওয়া চিঠি হাতে পাওয়ার পরই উদ্বিগ্ন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ইস্তফা দিলেন।

   

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে রেজিস্টার স্নেহমঞ্জু বসু তার ইস্তফা পত্র দিয়েছেন। তার কাছে যে হুমকির চিঠি এসেছিল তার পরিপ্রেক্ষিতেই তিনি এই ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সঙ্গে কথা বলেছেন। উপাচার্য বলেছেন যে সে এই ইস্তফা গ্রহণ করছেন না। তবে এই হুমকির চিঠির পর যদি রেজিষ্টার চায় তাহলে তার বাড়িতে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হবে। তবে তিনি কোনও ভাবেই এই ইস্তফা পত্র গ্রহণ করছেন না বলে জানিয়ে দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উপাচার্যের কথার পরেও যদি রেজিষ্টার তার সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে সেক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ করা হবে। এবং তা বিশ্ববিদ্যালয়ের তরফে শিক্ষা দফতরে পাঠানো হবে। ইস্তফা পত্র দেওয়ার পর রেজিষ্টার জানিয়েছেন, এই যে হুমকির চিঠি। বা তার উপরে প্রয়োগ করা প্রবল চাপ। তাই তিনি আর কাজ করতে চাইছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রেজিস্টারের পদ থেকে ইস্তফা দিতে চাইছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular