HomeWest BengalKolkata CityNaushad Siddiqui: খুনের মামলায় নওশাদকে ফের তলব ভবানী ভবনে

Naushad Siddiqui: খুনের মামলায় নওশাদকে ফের তলব ভবানী ভবনে

- Advertisement -

বৃহস্পতিবার ফের সিআইডি তলদ করম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। এর আগে গত ২৮ আগস্ট নওশাদকে ডেকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ের একটি খুনের মামলায় তাঁকে জেরা করে সিআইডি। এরপর ফের বৃহস্পতিবার তলব।

পঞ্চায়েত নির্বাচনে বার বার রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। সেই সময় অনেক মৃত্যু হয়, তাদের মধ্যে কেউ ছিলেন আইএসএফ কর্মী তো কেউ ছিলেন তৃণমূলের কর্মী। এরপর ১৬ জুন নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের হয়। এই অভিযোগ জানায় ভাঙড় ২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর।

   

পুলিশ সূত্রে খবর ঋত্বিক নস্কর অভিযোগ করেন যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ভাঙড় ২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তিনি দাবি করেন যে সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। ৩০২ ধারায় মামলা রুজু হয় নওশাদের বিরুদ্ধে।

এই মামলায় ২৮ আগস্ট সিআইডি আধিকারিকরা এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। এরপর ফের আজ তলব করা হল তাঁকে। এই খুনের মামলায় নওশাদকে ভবানী ভবনে তলব করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular