HomeWest BengalKolkata Cityআরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে 'বিদ্বজ্জন' অর্পণা-সোহিনী-পল্লবরা

আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা

- Advertisement -

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। ছিঃ ছিঃ করছে গোটা দেশ। প্রতিবাদে মুখর চিকিৎসক মহল। দাবি না মানা পর্যন্ত চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। এই পরিস্থিতিতে তিন ধরে শোনা যায়নি বাংলার ‘বিদ্বজ্জন’দের আওয়াজ। সিঙ্গুর, নন্দীগ্রাম পর্বে যাঁরা তোলপাড় ফেলেছিলেন পথে নেমে কোথায় তাঁরা? প্রশ্ন তোলা হয়েছিল। শেষে ঘুম ভেঙেছে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি দুনিয়ার প্রখ্যাতদের। আরজি করের মহিলা ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে এবার পথে প্রতিবাদে অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, সুজাত ভদ্র, পল্লব কীর্তনিয়ারা।

কখন, কবে প্রতিবাদ?

   

জানা গিয়েছে, ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র ডাক দেওয়া হয়েছে। সোমবার ‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চে’র পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়। আগামী ১৩ অগস্ট (মঙ্গলবার) হবে এই প্রতিবাদ যাত্রা। বিকাল ৪টের সময় শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। যা যাবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত।

মমতার বড় ঘোষণার পরও অসন্তোষ! কী দাবি আরজি করের আন্দোলনকারীদের?

‘শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চে’র সভাপতি নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী।

কী দাবিতে প্রতিবাদ যাত্রা?

কী দাবিতে প্রতিবাদ যাত্রা। সংগঠনের তরপে জানানো হয়েছে যে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা শিক্ষার্থী চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার, ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রতি সমবেদনা জানাতেই মঙ্গলবার বিদ্বজ্জনেদের প্রতিবাদ যাত্রা হবে।

“পুলিশ একজনকে অন্তত..”! আরজিকরের অধ্যক্ষের আর্জিতে কোন ভয়ংকর ইঙ্গিত?

কোন কোন ‘বিদ্বজ্জন’ অংশ নেবেন?

মঙ্গলবারের পদযাত্রায় অংশ নেবেন অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনিয়া, সুজাত ভদ্র-রা থাকবেনই। এছাড়া হাঁটবেন বলে জানা গিয়েছে- মিরাতুন নাহার, পার্থসারথি সেনগুপ্ত, পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অনুপ মাইতি, বিশ্বনাথ পাড়িয়া, জুবের রব্বানি, সাইফুল ইসলাম, অনুপ বন্দ্যোপাধ্যায়, প্রাণোতোষ বন্দ্যোপাধ্যায়, মানস জানা, বিজ্ঞান বেরা, অংশুমান মিত্র, মহুয়া নন্দ, মনোজ গুহ, মৃদুল দাস, কল্পনা দত্ত, প্রদীপ চক্রবর্তী, সমীপ চক্রবর্তীরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular