HomeWest BengalKolkata Cityবাংলায় বিরাট বিনিয়োগ! মঙ্গলবার বিকেলে কীসের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় বিরাট বিনিয়োগ! মঙ্গলবার বিকেলে কীসের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

- Advertisement -

মঙ্গলবার বিকেলে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ। তৈরি হবে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও। এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী।

আমেরিকায় অস্ত্রোপচার করাবেন শাহরুখ খান, ঠিক কী হয়েছে তাঁর?

   

এই বৈঠকের পর রাজ্যে বিনিয়োগে আশা আরও বাড়ছে।আর এদিন এক্স হ্যান্ডলে আদিত্য বিড়লা গ্রুপের রাজ্যে বিনিয়োগের কথা তুলে ধরলেন মমতা। এক্স হ্যান্ডলে মমতা লেখেন, এ রাজ্যে আদিত্য বিড়লা গ্রুপের ৫০০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে কিংবা পাইপলাইনে রয়েছে। সিমেন্ট এবং পেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের মতো ক্ষেত্রে বিনিয়োগ করছে তারা।

মুখ্যমন্ত্রী আরও জানান, আদিত্য বিড়লা গ্রুপ কলকাতায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে। আরও নতুন বিনিয়োগের কথাও ভাবছে তারা। এই সব বিষয় নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। রাজ্য সবরকম সাহায্য করবে বলে কুমার মঙ্গলম বিড়লাকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রাজ্যে কর্ম সংস্থানের কথা বারেবারে বলেন খোদ মুখ্যমন্ত্রী, এইবার কি সেই পথেই আরও একবার এগোল বাংলা, জল্পনা বিভিন্ন মহলে।

তৃতীয় বার ক্ষমতায় এসে বাংলায় শিল্পায়নকেই পাখির চোখ করেছিলেন মমতা। গত বছরের সেপ্টেম্বরে মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে গিয়ে আন্তর্জাতিক বণিকমহলের সামনেও বাংলায় বিনিয়োগের সুযোগ এবং বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য একটাই, রাজ্যে বিনিয়োগ টানা এবং কর্মসংস্থান তৈরি করা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular